মুক্তা একটি মূল্যবান রত্ন। প্রাচীনকালে মুক্তার উৎপাদন কৌশল জানা ছিল না। তখন শুধু প্রাকৃতিকভাবে উৎপাদিত মুক্তাই সংগ্রহ করা হতো। পরবর্তী সময়ে চীন এবং জাপানে ঝিনুক চাষ করে মুক্তা উৎপাদন কৌশল উদ্ভাবিত হয়। বাংলাদেশেও মুক্তাচাষের অপার সম্ভাবনা আছে। এরই মধ্যে দেশীয় ঝিনুকে মুক্তাচাষের পদ্ধতি উদ্ভাবনে সফল হয়েছেন বাংলাদেশের গবেষকগণ। মুক্তা অলংকার...
আরো পড়ুন
মুক্তা একটি মূল্যবান রত্ন। প্রাচীনকালে মুক্তার উৎপাদন কৌশল জানা ছিল না। তখন শুধু প্রাকৃতিকভাবে উৎপাদিত মুক্তাই সংগ্রহ করা হতো। পরবর্তী সময়ে চীন এবং জাপানে ঝিনুক চাষ করে মুক্তা উৎপাদন কৌশল উদ্ভাবিত হয়। বাংলাদেশেও মুক্তাচাষের অপার সম্ভাবনা আছে। এরই মধ্যে দেশীয় ঝিনুকে মুক্তাচাষের পদ্ধতি উদ্ভাবনে সফল হয়েছেন বাংলাদেশের গবেষকগণ। মুক্তা অলংকার নির্মাণ ও দেশের ওষুধ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহারের পাশাপাশি আনবে বৈদেশিক মুদ্রা। মুক্তাচাষ পদ্ধতি সহজ হওয়ায় গ্রামীণ বেকার ও নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
কম দেখান