হরিদ্বারে ঘুরতে গিয়ে এই মহর্ষির সন্ধান পেয়েছিলেন তারা। মেয়ের বয়স তখন মাত্র ছয় বছর। এই মহর্ষি বলেছিলেন, ‘তোমাদের মেয়ে একদিন অনেক বড়ো হবে। ওর মধ্যে সেই লক্ষণ বিদ্যমান। তবে তোমার মেয়ে অন্ধকারের রানি হবে। অন্ধকারের মধ্যে থেকে নিজের ক্ষমতাকে প্রতিস্থাপিত করবে গোটা বিশ্বে। গোটা জগতের মানুষ তার পদানত হবে। এমন...
আরো পড়ুন
হরিদ্বারে ঘুরতে গিয়ে এই মহর্ষির সন্ধান পেয়েছিলেন তারা। মেয়ের বয়স তখন মাত্র ছয় বছর। এই মহর্ষি বলেছিলেন, ‘তোমাদের মেয়ে একদিন অনেক বড়ো হবে। ওর মধ্যে সেই লক্ষণ বিদ্যমান। তবে তোমার মেয়ে অন্ধকারের রানি হবে। অন্ধকারের মধ্যে থেকে নিজের ক্ষমতাকে প্রতিস্থাপিত করবে গোটা বিশ্বে। গোটা জগতের মানুষ তার পদানত হবে। এমন কিছু ক্ষমতার অধিকারী হবে সে, যে ক্ষমতা কোনো সাধারণ মানুষের থাকে না। তবে যেদিন এই ক্ষমতার বশবর্তী হয়ে পড়বে তোমার মেয়ে, সেদিন সে জীবন এবং মৃত্যুর শেষ পর্যায়ে গিয়ে পৌঁছবে। যেখানে মৃতের শরীরে পুনরায় জীবন ফিরবে। জীবন্মৃত হবে তোমার মেয়ে... তোমার মেয়ে... তোমার মেয়ে... তোমার মেয়ে...।’
‘ওফফ, আবার সেই ভয়ঙ্কর কথাগুলো মনে পড়ছে!’
কম দেখান