মা_বাবাকে_ভালোবাসুন
— দুটি হৃদয়ছোঁয়া কিতাবের সম্মিলনে নির্মিত
এক অফুরন্ত ভালোবাসার আহ্বান —
তাদের সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টি,
আর তাদের অসন্তুষ্টিই—রবের অসন্তুষ্টি।
তারা সন্তুষ্ট হলে খুলে যায় জান্নাতের দরজা,
আর তারা কষ্ট পেলে, তা ডেকে আনে ধ্বংস—
এই দুনিয়াতেও, আখিরাতেও।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :
‘ধ্বংস হোক সে ব্যক্তি—
যে তার পিতা-মাতা কিংবা তাদের একজনকে বার্ধক্যে পেয়েছে,
তবুও তাদের সেবা...
আরো পড়ুন
মা_বাবাকে_ভালোবাসুন
— দুটি হৃদয়ছোঁয়া কিতাবের সম্মিলনে নির্মিত
এক অফুরন্ত ভালোবাসার আহ্বান —
তাদের সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টি,
আর তাদের অসন্তুষ্টিই—রবের অসন্তুষ্টি।
তারা সন্তুষ্ট হলে খুলে যায় জান্নাতের দরজা,
আর তারা কষ্ট পেলে, তা ডেকে আনে ধ্বংস—
এই দুনিয়াতেও, আখিরাতেও।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :
‘ধ্বংস হোক সে ব্যক্তি—
যে তার পিতা-মাতা কিংবা তাদের একজনকে বার্ধক্যে পেয়েছে,
তবুও তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারেনি।’
কী ভয়াবহ সেই ব্যর্থতা!
যেখানে জান্নাত আপনার মায়ের পায়ের নিচে।
এই বইয়ে আছে—
• মা-বাবার অধিকারের আলোকে সাজানো বিশুদ্ধ হাদিসের পঙ্ক্তিমালা
• ভালোবাসা আর দায়িত্বে গড়া সন্তানের জন্য কিছু অশ্রুসজল সত্য
• এমন অসংখ্য শিক্ষণীয় কাহিনি ও বাণী, যা বদলে দিতে পারে আপনার মন, জীবন আর পথচলা
‘ফিরে যান তাদের কাছে,
কারণ জান্নাত এখনও তাদের পায়ের নিচে পড়ে আছে।
কম দেখান