বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে। চকিত চোখের অশ্রুসজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চলই— কোথা সে পথের শেষ কোন্ সুদূরের দেশ সবাই তোমায় তাই পুছে।