ঘুম থেকে উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল আমার। ভয়াবহ খারাপ। রাতে ঘুমানোর আগে ভেবেছিলাম- কোনোভাবেই মন খারাপ করব না সকালে। অন্য রকম একটা কারণ আছে অবশ্য এর। শান্ত রাখব নিজেকে। কুল। হাজার ঝামেলা আসলেও বিরক্ত হবো না। চিৎকার-চেঁচামেচি তো নয়ই। কিন্তু চোখ মেলতেই খারাপ তো খারাপ, রাগে ফেটে যেতে ইচ্ছে...
আরো পড়ুন
ঘুম থেকে উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল আমার। ভয়াবহ খারাপ। রাতে ঘুমানোর আগে ভেবেছিলাম- কোনোভাবেই মন খারাপ করব না সকালে। অন্য রকম একটা কারণ আছে অবশ্য এর। শান্ত রাখব নিজেকে। কুল। হাজার ঝামেলা আসলেও বিরক্ত হবো না। চিৎকার-চেঁচামেচি তো নয়ই। কিন্তু চোখ মেলতেই খারাপ তো খারাপ, রাগে ফেটে যেতে ইচ্ছে করছে। বীথি দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। আজ আমি যে জামাটা পরে বাইরে যেতে চেয়েছি, সেটা পরে সাজুগুজু করছে গভীর মনোযোগ দিয়ে।
বিছানায় উঠে বসতেই দ্রুত এগিয়ে এলো বীথি আমার কাছে। পেছন ফিরে বসে বলল, 'আপু, পেছনের ছকটা লাগাতে পারছি না, এত টাইট! একটু লাগিয়ে দাও তো।' হুক লাগিয়ে দিলাম আমি। শান্তভাবেই। ঝট করে ঘুরে বসে মুখোমুখি হলো বীথি। ভ্রূ নাচিয়ে বলল, 'একটা কথা বলি?' ভ্রূটা আরো একবার নাচাল ও, 'কথাটার সত্যি সত্যি জবাব দিতে হবে কিন্তু।
কম দেখান