কিসে আল্লাহর সন্তুষ্টি আর অসন্তুষ্টি নিহিত রয়েছে, তা মানুষকে হাতে কলমে দেখিয়ে শিখিয়ে দেবার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে তার মনোনীত একদল বান্দাকে এ জগতে প্রেরণ করেছেন, যাঁরা নবী-রাসুল নামে পরিচিত। মানুষকে সৎ পথ প্রদর্শন তথা আল্লাহ তায়ালার সন্তুষ্টির পথে পরিচালনার জন্য নবী-রাসুলের আগমনধারা হযরত আদম (আ.) থেকে শুরু হয়ে...
আরো পড়ুন
কিসে আল্লাহর সন্তুষ্টি আর অসন্তুষ্টি নিহিত রয়েছে, তা মানুষকে হাতে কলমে দেখিয়ে শিখিয়ে দেবার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে তার মনোনীত একদল বান্দাকে এ জগতে প্রেরণ করেছেন, যাঁরা নবী-রাসুল নামে পরিচিত। মানুষকে সৎ পথ প্রদর্শন তথা আল্লাহ তায়ালার সন্তুষ্টির পথে পরিচালনার জন্য নবী-রাসুলের আগমনধারা হযরত আদম (আ.) থেকে শুরু হয়ে হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত শেষ হয়েছে। কেয়ামত পর্যন্ত আর কোন নবী রাসুল আসবেন না।
নবী রাসুলগণ সবাই ছিলেন আজন্ম নিষ্পাপ-পুত পবিত্র জীবনের অধিকারী। তাঁদের জীবনধারা মানুষের জন্য উজ্জ্বলতম আদর্শ। তাদের অনুসরণ ও অনুকরণই আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র এ উদ্দেশ্য সাধনে বিকল্প কোন পদ্ধতি নেই। তাই আল্লাহ তায়ালা তাঁর নাযিলকৃত গ্রন্থসমূহে আম্বিয়ায়ে কেরাম তখা নবী-রাসুলগনের জীবনধারা, জীবন পদ্ধতি আলোচনা করেছেন। এ ধারাক্রমে সর্বশেষ আসমানী কিতাব কোরআনের বিভিন্ন জায়গায় আম্বিয়ায়ে কেরামের কারো কারো সম্পর্কে বিস্তারিত আবার কারো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক নবী-রাসুলের জীবনকাহিনী উম্মতের সামনে তুলে ধরেছেন। এ থেকে সুস্পষ্ট প্রতিভাত হয় যে, আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ করে পরকালীণ কল্যাণ ও মুক্তির জন্য নবী-রাসুলদের জীবনচরিত সম্পর্কে অবহিত হওয়া একান্ত প্রয়োজন।
আলোচ্য গ্রন্থখানি এ লক্ষ্য বাস্তবায়নের জন্য অন্যতম অনুসঙ্গ।
কম দেখান