আল্লাহর হক
বান্দার সর্বপ্রথম কর্তব্য হলো আল্লাহর হক পুরা করা। কেননা তিনি সব সময় আমাদের নানারকম নিয়ামত দিয়ে ভরে রাখছেন। পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে হেদায়েতের পথে এনেছেন। তার দেয়া নির্দেশনাবলী মানার উপর বিভিন্ন রকম পুরস্কার প্রদানের আশ্বাস দিয়েছেন। বান্দার উপর আল্লাহর যে সব হক রয়েছে তা নিম্নরূপ:
১. পবিত্র কুরআন ও হাদীসে আল্লাহর...
আরো পড়ুন
আল্লাহর হক
বান্দার সর্বপ্রথম কর্তব্য হলো আল্লাহর হক পুরা করা। কেননা তিনি সব সময় আমাদের নানারকম নিয়ামত দিয়ে ভরে রাখছেন। পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে হেদায়েতের পথে এনেছেন। তার দেয়া নির্দেশনাবলী মানার উপর বিভিন্ন রকম পুরস্কার প্রদানের আশ্বাস দিয়েছেন। বান্দার উপর আল্লাহর যে সব হক রয়েছে তা নিম্নরূপ:
১. পবিত্র কুরআন ও হাদীসে আল্লাহর সত্তা ও গুণাবলীর প্রতি যেরকম বিশ্বাস রাখার কথা বর্ণিত হয়েছে সেরকমই বিশ্বাস রাখতে হবে।
২. ইবাদাত, মুআমালাত, মুআশারাতের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছার অনুসরণ করতে হবে।
৩. আল্লাহর প্রতি ভালবাসা ও সন্তুষ্টি সকল জিনিসের উপর প্রাধান্য দিতে হবে।
৪. ভালবাসা ঘৃণা, সদাচরণ অথবা শত্রুতা সবই একমাত্র আল্লাহর জন্য হতে হবে।
কম দেখান