ধূসর খাতায় স্বপ্ন আঁকি কাব্যগ্রন্থে কবিতার ভাঁজে ভাঁজে শাহ মুহাম্মাদ মাসউদ ফুটিয়ে তুলেছেন সেই অগ্নি কণার পরাগায়নের নিঝুম জোছনা। যে জোছনার পাতায় পাতায়, পরতে পরতে, দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত সামুদ্রিক ঢেউয়ের আড়ম্বরতা নিয়ে আছড়ে পড়েছে ভোরের আজান। ভাঙার গান যখন সে গেয়ে ওঠে, তখনও তার জীবন, আত্মা, পরিবেশ ও প্রতিবেশ,...
আরো পড়ুন
ধূসর খাতায় স্বপ্ন আঁকি কাব্যগ্রন্থে কবিতার ভাঁজে ভাঁজে শাহ মুহাম্মাদ মাসউদ ফুটিয়ে তুলেছেন সেই অগ্নি কণার পরাগায়নের নিঝুম জোছনা। যে জোছনার পাতায় পাতায়, পরতে পরতে, দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত সামুদ্রিক ঢেউয়ের আড়ম্বরতা নিয়ে আছড়ে পড়েছে ভোরের আজান। ভাঙার গান যখন সে গেয়ে ওঠে, তখনও তার জীবন, আত্মা, পরিবেশ ও প্রতিবেশ, তার অন্তরীক্ষকে প্রাচুর্য ও প্রাবল্য দিয়ে মমতার রেনু ছড়িয়ে দেয় ধানবিকেলেরমাঠ। দীর্ঘশ্বাসের রাত্রি তাকে হয়তো কাতর করে। কিন্তু সোনালু লতার চিঠি তার প্রাণের পাশে আসন পেতে জানিয়ে যায়, প্রেমের মিহিমসলিন অঙ্গে জড়িয়ে চলো, হারিয়ে যাই। আছে ভালবাসা আছে। সে ভালবাসা বেগহীন আবেগ নয়। রসহীন কোনো মরুভূমি নয়। সে ভালবাসা আয়োজন করে কালান্তরের মিছিলের।
কম দেখান