ধম্মপদ গ্রন্থমালার দ্বিতীয় খণ্ড বা পরম্পরা-২ প্রকাশ হলো। পরম্পরা-১ প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। যারা পরম্পরা-১ পড়েছেন তারা জানেন যে এই গ্রন্থমালার বিষয়বস্তু মূলত বুদ্ধের পদগুলো নিয়ে ওশোর বক্তৃতামালা। প্রথম খণ্ডে ধম্মপদের ৩৭টি পদের উপর ওশোর বক্তৃতা সঙ্কলন প্রকাশিত হয়েছিল। এবার সে ধারাবাহিকতায় ধম্মপদের ৩৮ নম্বর পদ থেকে ৭৫ পর্যন্ত...
আরো পড়ুন
ধম্মপদ গ্রন্থমালার দ্বিতীয় খণ্ড বা পরম্পরা-২ প্রকাশ হলো। পরম্পরা-১ প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। যারা পরম্পরা-১ পড়েছেন তারা জানেন যে এই গ্রন্থমালার বিষয়বস্তু মূলত বুদ্ধের পদগুলো নিয়ে ওশোর বক্তৃতামালা। প্রথম খণ্ডে ধম্মপদের ৩৭টি পদের উপর ওশোর বক্তৃতা সঙ্কলন প্রকাশিত হয়েছিল। এবার সে ধারাবাহিকতায় ধম্মপদের ৩৮ নম্বর পদ থেকে ৭৫ পর্যন্ত মোট ৩৮টি পদের উপর ওশোর বক্তৃতামালা থেকে গ্রন্থটি প্রকাশিত হলো পরম করুণাময়ের কৃপায়। নানা কারণে দ্বিতীয় খণ্ড প্রকাশে দেরি হলো বলে আমার আগ্রহী পাঠকবৃন্দের নিকট ক্ষমাপ্রার্থী। তবে দেরিতে হলেও আলোচ্য গ্রন্থটি প্রকাশ হচ্ছে এটাই আনন্দের বিষয়,
আশা করি আমার পাঠকও সাদরে গ্রহণ করবেন, পাঠান্তে আনন্দ পাবেন।
কম দেখান