বিনয় দত্তের লেখা ক্ষুরধার কিছু অণুগল্প স্থান পেয়েছে দাসের বলি তাসের দেশে গল্পগ্রন্থে। গল্পগুলো ঠিক গল্প নয়, যাপিত জীবনের প্রতিদিনকার দৃশ্যপট যেন। একেক দৃশ্যপটে একেক ধরনের গল্প তুলে ধরা হয়েছে। কখনো তা বাস্তব, কখনো কল্পনা। আবার কখনো অপ্রত্যাশিত সত্যকে সামনে দাঁড় করিয়ে দেয়। কৌশলী পাঠক ঠিকই বুঝবেন জল্পনা-কল্পনা কোথায় কতখানি।...
আরো পড়ুন
বিনয় দত্তের লেখা ক্ষুরধার কিছু অণুগল্প স্থান পেয়েছে দাসের বলি তাসের দেশে গল্পগ্রন্থে। গল্পগুলো ঠিক গল্প নয়, যাপিত জীবনের প্রতিদিনকার দৃশ্যপট যেন। একেক দৃশ্যপটে একেক ধরনের গল্প তুলে ধরা হয়েছে। কখনো তা বাস্তব, কখনো কল্পনা। আবার কখনো অপ্রত্যাশিত সত্যকে সামনে দাঁড় করিয়ে দেয়। কৌশলী পাঠক ঠিকই বুঝবেন জল্পনা-কল্পনা কোথায় কতখানি। সত্য ঘটনার মিশেলে এই গল্পগুলো পাঠককে জর্জরিত করবে প্রশ্নবাণে। এই যন্ত্রণা উপভোগ করতে না চাইলে বইটা এড়িয়ে যাওয়াই মঙ্গল। তবে যাঁরা নতুন স্বাদের গল্প পড়তে চান তাঁদের স্বাগত দাসের বলি তাসের দেশে গল্পগ্রন্থে।
কম দেখান