মহাভারত এই মহাকাব্যটি হিন্দুশাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারত-এর মূল উপজীব্য বিষয় হলো কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বাপর ঘটনাবলি। মহাভারত-এর রচয়িতা ব্যাসদের। ৪০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ রচিত হয়। মহাভারত কথাটির অর্থ হলো ভরত বংশের মহান উপাখ্যান। মহাভারতে পঞ্চপাণ্ডবসহ বিভিন্ন মূখ্যচরিত্রের মাঝে একটি অন্যতম প্রধান চরিত্র হলো মহাবীর কর্ণ। সূর্যদেবের...
আরো পড়ুন
মহাভারত এই মহাকাব্যটি হিন্দুশাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারত-এর মূল উপজীব্য বিষয় হলো কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বাপর ঘটনাবলি। মহাভারত-এর রচয়িতা ব্যাসদের। ৪০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ রচিত হয়। মহাভারত কথাটির অর্থ হলো ভরত বংশের মহান উপাখ্যান। মহাভারতে পঞ্চপাণ্ডবসহ বিভিন্ন মূখ্যচরিত্রের মাঝে একটি অন্যতম প্রধান চরিত্র হলো মহাবীর কর্ণ। সূর্যদেবের বরে কবজ ও কুন্ডল নিয়ে জন্ম নেওয়া মহাতেজী কর্ণ তাঁর পালক পিতা রথচালক অধিরথের ঘরে বেড়ে ওঠেন। মহাভারতের মূল চরিত্রগুলি বিশেষত পঞ্চপাণ্ডব যাঁদের প্রতিনিধিত্ব করছেন তাঁরা কৃষি সমাজে কিছু পরবর্তী কালে প্রবেশ করায় আদিম সমাজের কিছু মৌল বৈশিষ্ট্য তাঁদের জীবনে ধারণ করেছেন। মহাভারতের যে দুটি চরিত্রকে বিনাদোষে সর্বাধিক অবমাননা সহ্য করতে হয়েছে, তাঁরা হলেন বসুষেণ কর্ণ এবং কৃষ্ণ দ্রৌপদী।
কাহিনির পূর্বাপর জানতে হলে বইটি তুমি আজই পড়ে নাও। তোমার বন্ধুকেও পড়তে বলো। রামায়ণ ও মহাভারত থেকেই গড়ে উঠেছে আমাদের সংস্কৃতি।
কম দেখান