প্রেমহীন ও আশাহীন মানুষ মৃতের সমান। এই ভবসংসার আশা আর নিরাশার খেলা। সে শিশু, কিশোর বা যুবক কিংবা উন্নয়নকামী বা শ্রমজীবী নারী পুরুষই হোক, গুণে বা প্রাপ্তিতে যেমন হাসে তেমনই অপ্রাপ্তি বা হারানোর ব্যথায় হয় ব্যথিত, ক্ষুণ্ন, ক্ষেত্র বিশেষ হয় নিরাশ। আশা বা নিরাশার অনুষ্ঠানেও কেউ হয় আলোকিত, কেউ বা...
আরো পড়ুন
প্রেমহীন ও আশাহীন মানুষ মৃতের সমান। এই ভবসংসার আশা আর নিরাশার খেলা। সে শিশু, কিশোর বা যুবক কিংবা উন্নয়নকামী বা শ্রমজীবী নারী পুরুষই হোক, গুণে বা প্রাপ্তিতে যেমন হাসে তেমনই অপ্রাপ্তি বা হারানোর ব্যথায় হয় ব্যথিত, ক্ষুণ্ন, ক্ষেত্র বিশেষ হয় নিরাশ। আশা বা নিরাশার অনুষ্ঠানেও কেউ হয় আলোকিত, কেউ বা ম্রিয়মাণ কিংবা নিস্পেষিত। আবার কঠিন ত্যাগ আর ধৈর্যের বুক বেঁধে রেখে পরিণতিতে আশার ছোঁয়া মেলে। বিগত দিনের অন্তঃপীড়া, মনের যন্ত্রণা বুকে নিয়ে আরাধ্য আশার সাক্ষাৎ লাভে পরিপূর্ণ জীবন, মন-মানসিকতা নিয়ে বিমোহিত আলো খুঁজে পায়। আর এই উপন্যাসে, রচয়িতা ওসমান গণি সুন্দর ও সার্থকভাবে দরদ দিয়ে ফুটিয়ে তুলতে স্থানীয় গ্রাম্য এলাকার সহজ-সরল ভাষার ও যত্নের প্রায়োগিক ত্রুটি করেননি। আশা করি সুযোগ্য পাঠক মণ্ডলী তা পাঠ করে ফল নির্যাস হিসেবে চিরন্তন কিছু গ্রহণ করতে পারবেন যাতে করে মন-মানসিকতা ও মানবিকতার উন্মেষ ঘটে। সমাজ জীবন বিস্তারে জন্মের সার্থকতা সামান্যটুকু হলেও হৃদয়ঙ্গম করা যাবে। হৃদয়গ্রাহী এই বইটি সুশীল পাঠক সমাজে ব্যাপক বিস্তারে আমি আশাবাদী এবং বইটির সার্বিক সফলতা কামনা করছি।
অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান
কবি, সাহিত্যিক ও ঔপন্যাসিক
কম দেখান