একটি পাপে সিক্ত গ্রাম, যে গ্রামে ক্রমশ ঘনিয়ে আসছে, অসময়!
'অসময়' হলো সময়ের সেই পৌনঃপুনিক বিন্দু যেখানে নরকের রাজপুত্রেরা অমূর্ত থেকে মূর্ত হয়ে উঠতে শুরু করে। রহস্যময় দুই অতিমানবিক ব্যক্তিত্ব অমূর্তের এই বিভীষিকাদের এক সঙ্গে উপস্থিত করতে এবং একই সাথে পৃথিবীতে এদের অবস্থান রোধ করার পরস্পরবিরোধী ছক কষে চলেছে। তারা আসলে...
আরো পড়ুন
একটি পাপে সিক্ত গ্রাম, যে গ্রামে ক্রমশ ঘনিয়ে আসছে, অসময়!
'অসময়' হলো সময়ের সেই পৌনঃপুনিক বিন্দু যেখানে নরকের রাজপুত্রেরা অমূর্ত থেকে মূর্ত হয়ে উঠতে শুরু করে। রহস্যময় দুই অতিমানবিক ব্যক্তিত্ব অমূর্তের এই বিভীষিকাদের এক সঙ্গে উপস্থিত করতে এবং একই সাথে পৃথিবীতে এদের অবস্থান রোধ করার পরস্পরবিরোধী ছক কষে চলেছে। তারা আসলে চাচ্ছে কী?
এদিকে সোবহান মিয়ার জমিকে কেন্দ্র করে দ্বিপুবাগে শুরু হয়ে গেছে ক্ষমতার একটি প্রচ্ছন্ন লড়াই। যারই অন্তীম পর্বে, ঘনবর্ষার দিনে এই গ্রামে সূচনা ঘটবে অসময়ের। উপস্থিত হবে নরকের তিন রাজপুত্র।
অন্যদিকে গ্রামের তিনবারের সাবেক চেয়ারম্যানের মেয়ে জামাইয়ের মৃত্যু ক্রমশ ঘনিয়ে আসছে। চেয়ারম্যানের মেয়েটি সন্তানসম্ভবা, সে প্রায় প্রায়ই দুঃস্বপ্ন দেখছে যে দুটো লোক তার অনাগত সন্তানকে হত্যা করবার জন্যে এগিয়ে আসছে। লোক দুটো কারা?
জানতে হলে পড়ে ফেলুন, 'অসময়'!
কম দেখান