আব্বা বলেন, 'তোমার আম্মারে নিয়ে পবিত্র মক্কা নগরীতে যেতে চাই আমি। ব্যবস্থা করো। আমি শান্তি পাব এইটায়। বাইচা থাকতে আমি আরেকবার কাবাঘর দেখতে চাই।' কথা বলতে বলতে তাঁর কন্ঠ ভারী হয়ে আসে। যেন ধরেই নিয়েছেন তিনি আর বেশিদিন বাঁচবেন না। এর আগে হজ করেছিলেন এই মানুষটা, একা। এবার আম্মাকে নিয়ে...
আরো পড়ুন
আব্বা বলেন, 'তোমার আম্মারে নিয়ে পবিত্র মক্কা নগরীতে যেতে চাই আমি। ব্যবস্থা করো। আমি শান্তি পাব এইটায়। বাইচা থাকতে আমি আরেকবার কাবাঘর দেখতে চাই।' কথা বলতে বলতে তাঁর কন্ঠ ভারী হয়ে আসে। যেন ধরেই নিয়েছেন তিনি আর বেশিদিন বাঁচবেন না। এর আগে হজ করেছিলেন এই মানুষটা, একা। এবার আম্মাকে নিয়ে যেতে চান। এই সুযোগ সন্তান হিসেবে আমি হারাতে চাই না। মা-বাবার সাথে সন্তান উপস্থিত থাকবে পবিত্র নগরী মক্কায়, সিজদায় ফেলবে চোখের জল- এর থেকে শান্তির, আনন্দের আর কী হতে পারে!
কম দেখান