আল কুরআন
কুরআনের বানী প্রচার হইয়াছিল সেই যুগে যখন মানবের শিক্ষা ও সংস্কৃতি বর্তমান স্তর পর্যন্ত পৌছায় নাই। তথাপি উহা শাশ্বত কালের জন্য জন্য সত্য বলিয়া নির্ধারিত হইয়াছে। র্সাদ্ধ এয়োদশ শতাব্দী পূর্বে যে প্রেরিত পুরুষ আল্লাহর বানী মানব সমাজে প্রচার করেন তিনি খাতিমুন নবীইন র্অথাৎ প্রেরিত পুরুষদের মধ্যে শেষ ব্যক্তি।ফলে বুঝিতে...
আরো পড়ুন
আল কুরআন
কুরআনের বানী প্রচার হইয়াছিল সেই যুগে যখন মানবের শিক্ষা ও সংস্কৃতি বর্তমান স্তর পর্যন্ত পৌছায় নাই। তথাপি উহা শাশ্বত কালের জন্য জন্য সত্য বলিয়া নির্ধারিত হইয়াছে। র্সাদ্ধ এয়োদশ শতাব্দী পূর্বে যে প্রেরিত পুরুষ আল্লাহর বানী মানব সমাজে প্রচার করেন তিনি খাতিমুন নবীইন র্অথাৎ প্রেরিত পুরুষদের মধ্যে শেষ ব্যক্তি।ফলে বুঝিতে হইবে যে , তাহার প্রচারিত গ্রত্থ বা কুরআনের আয়াত সর্বকালের জন্য সত্য।বৈজ্ঞানিক দৃস্টিকোন হইতে এই মহাগ্রত্থের কথা উপলব্দি করিবার চেষ্টা করা মনে হয় সেই সৃষ্টি কর্তারই নির্দেশ। কুরআনে পর্যবেক্ষণ দ্বারা বিশিষ্ট জ্ঞান আহরনের প্রতি বহু স্থানে নির্দেশ রহিয়াছে।প্রাথমিক যুগের মুসলিমগন বিজ্ঞান সাধনার প্রেরনা এই সকল বানী হইতেই পাইয়াছিলেন।তদানীন্তন কালের কর্মের প্রচেষ্টা মুসলমানদিগের মদ্যে বহু বৈজ্ঞানিকের আবির্ভাব ঘটাইয়াছিল।বার বার এই পর্যবেক্ষনের কথা উল্লেখ করিয়া কুরআন চিরন্তনকাল ধরিয়া মুসলিমকে বিজ্ঞান সাধনায় রত হইতে আদেশ করিয়াছে।
কম দেখান