বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
আমি শক্তিহীন মাটির পুতুল আমি নিথর নিষ্প্রাণ পাণের তেজে আমিই হয়ে উঠি নিটোল শক্তিমান। আমি জীবে-শিবে একাকার, আমারে রুখে এ ধরণিতে এমন সাধ্য কার? নিত্য আমার মাঝে পরমের লীলা হয় একই অঙ্গে তাই তো আমি এত বিচিত্রময়। আমি সমীমের মাঝে অসীম, নশ্বরে অবিনশ্বর আমার সৃষ্টি দিয়া, আমিই নাচি সৃষ্টির মহানন্দে আকাশ পাতাল কাঁপিয়া। - ইমন ভাদ্রে