একাডেমিক ও গবেষণামূলক প্রকাশনায় বাংলাদেশে অগ্রগামী প্রকাশনা সংস্থা হিসেবে ইউপিএল এদেশের শ্রেষ্ঠ পÐিত ও সাহিত্য প্রতিভাদের রচনার সম্ভার গড়ে তুলেছে। রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত রাজনীতি, প্রশাসন, ইতিহাস, সমাজ বিজ্ঞান, উন্নয়ন, জেন্ডার, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নৃতত্ত¡, ধর্ম, অর্থনীতি, আত্মজীবনী/জীবনী ও সাহিত্য বিষয়ক উল্লেখযোগ্য বিভিন্ন বই। বাংলাদেশ সম্পর্কে গবেষণার জন্য ইউপিএল প্রকাশনাকে পৃথিবীব্যাপী মূল্যবান তথ্য-উৎস হিসেবে বিবেচনা করা হয় এবং বিদ্বান গবেষকবৃন্দ এসব বই ব্যবহার করে থাকেন।
ইউপিএল-এর অন্যতম মৌলিক উদ্যোগ রোড টু বাংলাদেশ সিরিজ। এই সিরিজের বইগুলি ১৯৭১ সাল ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর্ব সম্পর্কে সামগ্রিক দিক থেকে গভীর ও বিস্তারিত অনুসন্ধানের নানা ফসল পাঠকের সামনে তুলে ধরেছে। বাংলাদেশের...
আরো দেখুন
একাডেমিক ও গবেষণামূলক প্রকাশনায় বাংলাদেশে অগ্রগামী প্রকাশনা সংস্থা হিসেবে ইউপিএল এদেশের শ্রেষ্ঠ পÐিত ও সাহিত্য প্রতিভাদের রচনার সম্ভার গড়ে তুলেছে। রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত রাজনীতি, প্রশাসন, ইতিহাস, সমাজ বিজ্ঞান, উন্নয়ন, জেন্ডার, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নৃতত্ত¡, ধর্ম, অর্থনীতি, আত্মজীবনী/জীবনী ও সাহিত্য বিষয়ক উল্লেখযোগ্য বিভিন্ন বই। বাংলাদেশ সম্পর্কে গবেষণার জন্য ইউপিএল প্রকাশনাকে পৃথিবীব্যাপী মূল্যবান তথ্য-উৎস হিসেবে বিবেচনা করা হয় এবং বিদ্বান গবেষকবৃন্দ এসব বই ব্যবহার করে থাকেন।
ইউপিএল-এর অন্যতম মৌলিক উদ্যোগ রোড টু বাংলাদেশ সিরিজ। এই সিরিজের বইগুলি ১৯৭১ সাল ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর্ব সম্পর্কে সামগ্রিক দিক থেকে গভীর ও বিস্তারিত অনুসন্ধানের নানা ফসল পাঠকের সামনে তুলে ধরেছে। বাংলাদেশের রূপদানকারী সময়ের ঐতিহাসিক প্রাসঙ্গিকতা ও গুরুত্বকে বিবেচনা করে এই সিরিজের বইগুলির সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে ইউপিএল বদ্ধপরিকর। এই সিরিজের বইগুলিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে গবেষণালব্ধ প্রাথমিক তথ্য, বিশ্লেষণ ও নির্ভরযোগ্য বর্ণনা।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, পাকিস্তানের প্রাক্তন সম্পাদক মহিউদ্দিন আহমেদ ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে ইউপিএল প্রতিষ্ঠা করেন। নিজেদের প্রকাশনা ছাড়াও ইউপিএল অনেক বিদেশি প্রকাশকের বইয়ের বাংলাদেশ পরিবেশক হিসেবে কাজ করে আসছে। ইতিমধ্যে ইউপিএল আন্তর্জাতিকভাবে বিখ্যাত বিভিন্ন প্রকাশনা সংস্থা যেমনÑ পেঙ্গুইন বুকস, জেড বুকস, কেমব্রিজ
ইউনিভার্সিটি প্রেস, কুমারিয়ান প্রেস, উইমেন আনলিমিটেড এবং জুবান বুকস- প্রভৃতি বইয়ের প্রকাশকদের সঙ্গে যৌথ প্রকাশনা কার্যক্রমে অংশ নিয়েছে। বর্তমানে ইউপিএল প্রকাশিত ৭০০-এর অধিক বই বাজারে প্রচলিত আছে। উন্নতমানের বইয়ের এই বিপুল সম্ভার বাংলাদেশে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ইউপিএল-এর স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক ভ‚মিকাকে প্রতীয়মান করে।
কম দেখান