বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01813769190
গ্রন্থ-প্রকাশনায় উৎকর্ষ নিশ্চিত করতে সমগ্র দৃষ্টি বজায় রেখে কাজ করে চলেছে সাহিত্য প্রকাশ। বিষয়ের বৈচিত্র্য ও অভিনবত্ব এই দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নবীনদের রচনা প্রকাশে সাহিত্য প্রকাশ সমভাবে ব্রতী রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের প্রতি রয়েছে আলাদা পক্ষপাত। পরিকল্পিতভাবে প্রকাশের তাগিদ থেকে সাহিত্য প্রকাশ শিশু-কিশোরদের গ্রন্থসম্পদ বৃদ্ধি করতে বিশেষভাবে সচেষ্ট রয়েছে। তাই প্রতিষ্ঠানের গ্রন্থ-তালিকায় প্রত্যেক পাঠকের জন্যই রয়েছে কোনো-না-কোনো বই।