প্রগতি পাবলিশার্স বাংলাদেশের অন্যতম শিশুতোষ গ্রন্থ প্রকাশক। আজ থেকে ২২ বছর আগে ২০০১ সালের ১৬ ডিসেম্বর এটি প্রকাশনা জগতে তার যাত্রা শুরু করে। শুরু থেকেই তারা প্রথাবিরোধী। সে কারণে তারা বইয়ের চিরন্তন চারকোনা আকৃতি থেকে বেরিয়ে বিভিন্ন প্রাণীর আকৃতির বই প্রকাশ শুরু করে। তাদের প্রথম বই খরগোশ ও কচ্ছপ যেটি দেখতে অবিকল একটি কচ্ছপের আকৃতির। প্রথম বছর তারা আরও বের করে বাঘ, ব্যাঙ, ও মাছের বই। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে প্রগতি পাবলিশার্স প্রকাশ করে বাংলায় প্রথম পপ আপ বই পান্তাবুড়ি। প্রথম থেকেই প্রগতির বই দেশের সুধী সমাজের দৃষ্টি কাড়তে সক্ষম হয়। বাংলা একাডেমির অমর একুশের গ্রন্থমেলায় শিশু চত্বরে সবচেয়ে আকর্ষণীয়...
আরো দেখুন
প্রগতি পাবলিশার্স বাংলাদেশের অন্যতম শিশুতোষ গ্রন্থ প্রকাশক। আজ থেকে ২২ বছর আগে ২০০১ সালের ১৬ ডিসেম্বর এটি প্রকাশনা জগতে তার যাত্রা শুরু করে। শুরু থেকেই তারা প্রথাবিরোধী। সে কারণে তারা বইয়ের চিরন্তন চারকোনা আকৃতি থেকে বেরিয়ে বিভিন্ন প্রাণীর আকৃতির বই প্রকাশ শুরু করে। তাদের প্রথম বই খরগোশ ও কচ্ছপ যেটি দেখতে অবিকল একটি কচ্ছপের আকৃতির। প্রথম বছর তারা আরও বের করে বাঘ, ব্যাঙ, ও মাছের বই। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে প্রগতি পাবলিশার্স প্রকাশ করে বাংলায় প্রথম পপ আপ বই পান্তাবুড়ি। প্রথম থেকেই প্রগতির বই দেশের সুধী সমাজের দৃষ্টি কাড়তে সক্ষম হয়। বাংলা একাডেমির অমর একুশের গ্রন্থমেলায় শিশু চত্বরে সবচেয়ে আকর্ষণীয় এবং বড় স্টলটাই প্রগতি পাবলিশার্সের, বিগত বাইশটি বছরে যারা দেশের শিশুদের চাহিদা পূরণে অক্লান্তভাবে কাজ করে চলেছে। বের করেছে আলো এবং শব্দয্ক্তু বই, ফ্লিপ বই, সফট, হাইপার কমিক্স।
কম দেখান