বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
নবপ্রকাশ সাধারণভাবে তিন ক্যাটাগরির বই প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ—ইতিহাস, গল্প, উপন্যাস; নিদেনপক্ষে ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনী। এর বাইরে নবপ্রকাশ কোনো ধরনের বই প্রকাশ করবে না। আশা করি আমরা আমাদের প্রতিজ্ঞায় অটল থাকতে পারব। এক্ষেত্রে পাঠকের ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতাই আমাদের লক্ষ্য পূরণের সবচে দৃঢ় জিয়নকাঠি।