বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01813769190
সৃজনশীল প্রকাশনায় ২০০৬ সালে যাত্রা শুরু করেছে ‘মূর্ধন্য’। অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি দেশব্যাপী ও আন্তর্জাতিক বিভিন্ন বইমেলায় ‘মূর্ধন্য’ অংশগ্রহণ করে থাকে। আমরা ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে পাঁচ শতাধিক বই প্রকাশ করেছি। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবার্ষিকী উপলক্ষে ১৫১টি বইয়ের ‘রবীন্দ্র-স্মারক গ্রন্থমালা’ সবচেয়ে উল্লেখযোগ্য বলে আমরা মনে করি। আমরা নতুন দিগন্ত উন্মোচনে বিশ্বাস করি।