সুস্থ ধারার সংস্কৃতি-চর্চা ও মেধা বিকাশের লক্ষ্যে সৃজনশীল ও মননশীল গ্রন্থ প্রকাশের অঙ্গীকার নিয়ে ‘মেরিট ফেয়ার প্রকাশন’-এর যাত্রা শুরু হয় ২০০২ সালে এবং যাত্রালগ্ন থেকে এযাবৎকাল পর্যন্ত দেশের অনেক প্রথিতযশা লেখকের লেখা প্রকাশ করে সমৃদ্ধশালী প্রকাশনার মানদন্ড অর্জন করেছে। শিক্ষা-সংস্কৃতি, মেধা ও মননশীলতার বিকাশে ‘মেরিট ফেয়ার প্রকাশন’ আরো নতুন নতুন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা করে চলছে...। ‘মেরিট ফেয়ার প্রকাশন’ কোনো গৎ-বাঁধা বই প্রকাশের প্রকাশনা প্রতিষ্ঠান নয়; বরং আলোকিত মানুষ ও উর্বর চিন্তা-চেতনা সমৃদ্ধ জাতি গঠনে নিবেদিত একটি অঙ্গন- যেখানে রয়েছে জ্ঞান-বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, বিপণন, সঙ্গীত, নাট্যকলা, অনুবাদ গ্রন্থ, রাজনীতি, সমাজনীতি, মেধা, মনন ও সৃজনশীল উৎকর্ষতার নিরন্তর...
আরো দেখুন
সুস্থ ধারার সংস্কৃতি-চর্চা ও মেধা বিকাশের লক্ষ্যে সৃজনশীল ও মননশীল গ্রন্থ প্রকাশের অঙ্গীকার নিয়ে ‘মেরিট ফেয়ার প্রকাশন’-এর যাত্রা শুরু হয় ২০০২ সালে এবং যাত্রালগ্ন থেকে এযাবৎকাল পর্যন্ত দেশের অনেক প্রথিতযশা লেখকের লেখা প্রকাশ করে সমৃদ্ধশালী প্রকাশনার মানদন্ড অর্জন করেছে। শিক্ষা-সংস্কৃতি, মেধা ও মননশীলতার বিকাশে ‘মেরিট ফেয়ার প্রকাশন’ আরো নতুন নতুন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা করে চলছে...। ‘মেরিট ফেয়ার প্রকাশন’ কোনো গৎ-বাঁধা বই প্রকাশের প্রকাশনা প্রতিষ্ঠান নয়; বরং আলোকিত মানুষ ও উর্বর চিন্তা-চেতনা সমৃদ্ধ জাতি গঠনে নিবেদিত একটি অঙ্গন- যেখানে রয়েছে জ্ঞান-বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, বিপণন, সঙ্গীত, নাট্যকলা, অনুবাদ গ্রন্থ, রাজনীতি, সমাজনীতি, মেধা, মনন ও সৃজনশীল উৎকর্ষতার নিরন্তর অবগাহন...। আধুনিক ভাষারীতির প্রয়োগ ও বিশুদ্ধ বানান রীতিতে বই প্রকাশের জন্য আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি।
এককথায় বলা যায়, ‘মেরিট ফেয়ার প্রকাশন’ উন্নত ও সমৃদ্ধশালী দেশ-জাতি-সমাজ বিনির্মাণ এবং ঋদ্ধ মানুষের উর্বর চিন্তা-চেতনা বিকাশে নিবেদিত সচকিত একটি অঙ্গন।
কম দেখান