মাতৃভাষা বাংলায় জ্ঞান ও তথ্যের অবাধ এবং অকপট প্রকাশের মাধ্যমে বাঙালির উন্নত সাংস্কৃতিক মানস গঠনের প্রত্যয় নিয়ে ‘মাতৃভাষা প্রকাশ’ যাত্রা শুরু করে ২০০৮ সালে। যদিও মাতৃভাষা প্রকাশ যে ‘স্কলারস পাবলিকেশন্স গ্রুপ’-এর অঙ্গপ্রতিষ্ঠান, তার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালের ১ ডিসেম্বর। সূচনা লগ্ন থেকে মাতৃভাষা প্রকাশ সৃজনশীল এবং প্রগতিশীল প্রকাশনার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের সংরক্ষণ এবং বিকাশে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। স্বনামধন্য ও প্রতিষ্ঠিত লেখকদের গ্রন্থ প্রকাশের পাশাপাশি মাতৃভাষা প্রকাশ তরুণ লেখক সৃষ্টির এক মিশনারি ভ‚মিকায় অবতীর্ণ। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রকাশনা প্রতিষ্ঠানটি সবসময়ই অগ্রাধিকারের ভিত্তিতে তরুণ লেখক-গবেষকদের গ্রন্থ প্রকাশে উৎসাহী ও ব্রতী। এর ফলে মাত্র এক যুগের কিছু...
আরো দেখুন
মাতৃভাষা বাংলায় জ্ঞান ও তথ্যের অবাধ এবং অকপট প্রকাশের মাধ্যমে বাঙালির উন্নত সাংস্কৃতিক মানস গঠনের প্রত্যয় নিয়ে ‘মাতৃভাষা প্রকাশ’ যাত্রা শুরু করে ২০০৮ সালে। যদিও মাতৃভাষা প্রকাশ যে ‘স্কলারস পাবলিকেশন্স গ্রুপ’-এর অঙ্গপ্রতিষ্ঠান, তার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালের ১ ডিসেম্বর। সূচনা লগ্ন থেকে মাতৃভাষা প্রকাশ সৃজনশীল এবং প্রগতিশীল প্রকাশনার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের সংরক্ষণ এবং বিকাশে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। স্বনামধন্য ও প্রতিষ্ঠিত লেখকদের গ্রন্থ প্রকাশের পাশাপাশি মাতৃভাষা প্রকাশ তরুণ লেখক সৃষ্টির এক মিশনারি ভ‚মিকায় অবতীর্ণ। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রকাশনা প্রতিষ্ঠানটি সবসময়ই অগ্রাধিকারের ভিত্তিতে তরুণ লেখক-গবেষকদের গ্রন্থ প্রকাশে উৎসাহী ও ব্রতী। এর ফলে মাত্র এক যুগের কিছু বেশি সময়ের মধ্যে মাতৃভাষা প্রকাশ দুই শতাধিক গুণগত মানসম্পন্ন গ্রন্থ প্রকাশ করেছে। সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ জ্ঞানের প্রায় সকল শাখায় গ্রন্থ প্রকাশ করে চলেছে প্রতিষ্ঠানটি।
বিস্তৃত বিষয়ের জ্ঞান কোনো একটি নির্দিষ্ট ভাষা কিংবা অঞ্চলে সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে রয়েছে বাসযোগ্য এই পৃথিবীর আনাচে-কানাচে। তাই পৃথিবীর সকল ভাষায় সঞ্চিত জ্ঞানকে অনুবাদের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেয়া মাতৃভাষা প্রকাশের অন্যতম লক্ষ্য।
এখনো পর্যন্ত মনুষ্যসৃষ্ট সকল জ্ঞানের আধার হিসেবে ‘মুদ্রিত গ্রন্থ’ তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উৎকর্ষের ফলে নানা ফর্মের ডিজিটাল গ্রন্থ প্রকাশও এখন সময়ের দাবি। মানব সভ্যতার অবশ্যম্ভাবী এই অসাধারণ পরিবর্তন ও রূপান্তর গ্রন্থাকারে সে মুদ্রিতই হোক আর ডিজিটালই হোক ধরে রাখতে মাতৃভাষা প্রকাশ বদ্ধপরিকর।
কম দেখান