জলে জোছনায় জীবনের আবাহন- এই ধারণাকে সত্য মেনে জলধি নামের ছোট কাগজটির যাত্রা আজ থেকে সাত বছর আগে হলেও প্রকাশনায় জলধির আত্মপ্রকাশ ২০২০ সালে। বলা যায় প্রকাশনা সংস্থা হিসেবে একেবারেই নবীন ও শিক্ষানবিশ। জলধি বই নয় মেধাকে আশ্রয় করে বইয়ের প্রকাশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। জলধির কাছে একটি বই মানে এক একটি আলোকখÐ আর সেই আলোকখÐ থেকে বিচ্ছুরিত আলো মানুষের মনের শত দরজাকে এক মুহূর্তে উন্মোচিত করে। নবীন হিসেবেও জলধি ইতোমধ্যে পাঠক লেখক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ধন্য ও কৃতজ্ঞ। মাত্র দুই বছরে আমরা দেশের গÐি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে স্বীকৃতি অর্জন করেছি। ২০২১ এবং ২০২২ সালে নিউ ইয়র্ক বইমেলায় আমন্ত্রণ সহ আরো...
আরো দেখুন
জলে জোছনায় জীবনের আবাহন- এই ধারণাকে সত্য মেনে জলধি নামের ছোট কাগজটির যাত্রা আজ থেকে সাত বছর আগে হলেও প্রকাশনায় জলধির আত্মপ্রকাশ ২০২০ সালে। বলা যায় প্রকাশনা সংস্থা হিসেবে একেবারেই নবীন ও শিক্ষানবিশ। জলধি বই নয় মেধাকে আশ্রয় করে বইয়ের প্রকাশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। জলধির কাছে একটি বই মানে এক একটি আলোকখÐ আর সেই আলোকখÐ থেকে বিচ্ছুরিত আলো মানুষের মনের শত দরজাকে এক মুহূর্তে উন্মোচিত করে। নবীন হিসেবেও জলধি ইতোমধ্যে পাঠক লেখক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ধন্য ও কৃতজ্ঞ। মাত্র দুই বছরে আমরা দেশের গÐি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে স্বীকৃতি অর্জন করেছি। ২০২১ এবং ২০২২ সালে নিউ ইয়র্ক বইমেলায় আমন্ত্রণ সহ আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক অঙ্গনে বইমেলার আমন্ত্রণ আমরা পেয়েছি। জলধি একটি বইয়ের গুণগত মান নিশ্চিতকরণ, প্রচার, বিপণন ও পাঠকের কাছে পৌঁছে দেয়ার সর্বাত্মক চেষ্টা করে। তারুণ্যের প্রাধান্য জলধির অগ্রযাত্রার অন্যতম সোপান। আমরা শিখছি প্রতিনিয়ত। এ অবধি জলধির বইয়ের সংখ্যা ৭০ এর অধিক। জলধি প্রকাশিত গ্রন্থ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। নবীন হিসেবে এইসব প্রাপ্তি আমাদের আরো ভালো কাজে উৎসাহী করে তোলে।
১০ম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০২২-এ প্রথমবারের মতো জলধি অংশগ্রহণ করতে যাচ্ছে। এটা আমাদের জন্য আনন্দের। জলধি সবার হাত ধরে একসাথে এগিয়ে যেতে চায়। কারণ জলধি বিশ্বাস করে একা একা আলোতে চলার চেয়ে বন্ধুর সাথে অন্ধকারে পথচলাও আনন্দের।
কম দেখান