বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01813769190
প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য : জ্ঞান ও যুক্তিনির্ভর সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রথিতযশা লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের বিভিন্ন বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ লেখা নিয়ে গ্রন্থাকারে প্রকাশ করে সমাজের মানুষের মননের শক্ত ভিত্তি তৈরিতে সহায়তা করা। এ ক্ষেত্রে দর্শন, সমাজতত্ত¡, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতিসহ সমাজ বিকাশে প্রগতির ভ‚মিকা রাখে এমন বিষয়ের ওপরই গ্রন্থ প্রকাশে বেশি আগ্রহী। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বইমেলাসহ ভারতের কলকাতা আন্তর্জাতিক বইমেলা, দিল্লি, আসাম, শিলচর ও আগরতলা বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করে থাকে।