১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে জাগৃতি প্রকাশনীর লক্ষ্য বাংলাদেশে উন্নত জীবন, সমাজ, জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বই প্রকাশ করা। আন্তর্জাতিকতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের অনুক‚লে বই প্রকাশ করাও জাগৃতি প্রকাশনীর অন্যতম লক্ষ্য। জাগৃতি প্রগতি ও গণজাগরণে বিশ্বাস করে। জাগৃতি চায় নতুন রেনেসাঁস। জাগৃতি অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বুদ্ধির মুক্তি এবং শুভবুদ্ধির বিকাশ কামনা করে। রেনেসাঁস, প্রগতি ও গণজাগরণের উদ্দেশ্যে বই প্রকাশ করা জাগৃতির আরেকটি লক্ষ্য। ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গ্রন্থ প্রকাশেও জাগৃতি আগ্রহী। ছোটগল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা থেকে আরম্ভ করে জ্ঞানের সকল শাখা ও বিভিন্ন মতাদর্শের বই প্রকাশের বেলায় জাগৃতি উক্ত বিষয়গুলোকে বিবেচনায় রাখে। শিশু-কিশোরদের জন্য উৎকৃষ্ট গ্রন্থ প্রকাশে জাগৃতি...
আরো দেখুন
১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে জাগৃতি প্রকাশনীর লক্ষ্য বাংলাদেশে উন্নত জীবন, সমাজ, জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বই প্রকাশ করা। আন্তর্জাতিকতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের অনুক‚লে বই প্রকাশ করাও জাগৃতি প্রকাশনীর অন্যতম লক্ষ্য। জাগৃতি প্রগতি ও গণজাগরণে বিশ্বাস করে। জাগৃতি চায় নতুন রেনেসাঁস। জাগৃতি অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বুদ্ধির মুক্তি এবং শুভবুদ্ধির বিকাশ কামনা করে। রেনেসাঁস, প্রগতি ও গণজাগরণের উদ্দেশ্যে বই প্রকাশ করা জাগৃতির আরেকটি লক্ষ্য। ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গ্রন্থ প্রকাশেও জাগৃতি আগ্রহী। ছোটগল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা থেকে আরম্ভ করে জ্ঞানের সকল শাখা ও বিভিন্ন মতাদর্শের বই প্রকাশের বেলায় জাগৃতি উক্ত বিষয়গুলোকে বিবেচনায় রাখে। শিশু-কিশোরদের জন্য উৎকৃষ্ট গ্রন্থ প্রকাশে জাগৃতি বিশেষভাবে আগ্রহী। জাগৃতি বাংলাদেশে বাঙালি জাতির নতুন সাহিত্য সৃষ্টি দ্বারা সমৃদ্ধ নবযুগ সৃষ্টির আকাক্সক্ষা রাখে। জাগৃতি প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় সহ¯্রাধিক।
কম দেখান