বুকশপারে আপনাকে স্বাগতম!!

+88 01577230233


প্রকাশক সাদমান শাহরিয়ার অমিয়
সাদমান শাহরিয়ার অমিয়
গতিধারা

গতিধারা ✔️

গতিধারা বাংলাদেশের একটি স্বনামধন্য সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ত্রিশ বছরের বেশি সময় ধরে প্রকাশনার সাথে জড়িত রয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রকাশক ছিলেন শিকদার আবুল বাশার। প্রতিষ্ঠানটি বাংলাদেশের জেলার ইতিহাস ও মুক্তিদ্ধের ইতিহাসভিত্তিক বই প্রকাশের জন্য অনেক সুনাম কুড়িয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি রেফারেন্স বইসহ অনেক রকম সৃজনশীল বই প্রকাশের সাথে জড়িত। বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রকাশক হিসেবে দায়িত্বে রয়েছেন শিকদার আবুল বাশার-এর বড় ছেলে সাদমান শাহরিয়ার অমিয়।