বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01813769190
বাংলা সাহিত্যের আকরগ্রন্থ ও আড়ালে থাকা এ সময়ের ভালো বই প্রকাশের বাসনায় ধ্রুবপদ- এর যাত্রা। ২০১০ সালে ধ্রবপদ-এর অনানুষ্ঠানিক প্রকাশ ঘটে। অমর একুশে গ্রন্থমেলা ২০১১- তে অংশগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত দুই দশকে ৯/১১’র পর পুঁজির প্রতিপক্ষ পাল্টে যায় পৃথিবীতে। অন্যদিকে ১/১১’র পর সাহিত্য-সংস্কৃতি, বিদ্যাবুদ্ধির অভিমুখ পাল্টে যায় এদেশে। পাল্টে যাওয়া পৃথিবী ও এদেশের সংকট ক্রমেই তীব্র হচ্ছে। এই সংকট নিয়েই ধ্রুবপদ-এর প্রকাশনার সংখ্যা ২০০ অতিক্রম করেছে।