আমরা বিগত তিন দশকের অধিক সময় ধরে বাংলাদেশের প্রকাশনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছি। দেশের গ্রন্থের মান উন্নয়ন এবং পরিশুদ্ধ পাঠক সৃষ্টির লক্ষ্যে ১৯৮৫ সালে বিদ্যাপ্রকাশ প্রতিষ্ঠিত হয়। প্রকাশনার শুরু থেকেই আমরা সকল প্রকার আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে গতানুগতিক ধারার প্রকাশনাকে পাল্টে বাংলাদেশের প্রকাশনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করি। আমাদের প্রকাশিত প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, শিশু সাহিত্য দেশ-বিদেশে পাঠক-সমাজে ব্যাপক প্রশংসার পাশাপাশি প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভের গৌরব অর্জন করে।
আমরা এখনও প্রকাশনার সেই মান অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট আছি। আমরা চাই, আমাদের প্রতিটি বই আলাদা সত্তা নিয়ে পাঠকের হাতে তুলে দিতে। যে বইটি পড়ে পাঠক উপকৃত হবে বিকশিত হবে তাঁর মেধা, উন্নত...
আরো দেখুন
আমরা বিগত তিন দশকের অধিক সময় ধরে বাংলাদেশের প্রকাশনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছি। দেশের গ্রন্থের মান উন্নয়ন এবং পরিশুদ্ধ পাঠক সৃষ্টির লক্ষ্যে ১৯৮৫ সালে বিদ্যাপ্রকাশ প্রতিষ্ঠিত হয়। প্রকাশনার শুরু থেকেই আমরা সকল প্রকার আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে গতানুগতিক ধারার প্রকাশনাকে পাল্টে বাংলাদেশের প্রকাশনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করি। আমাদের প্রকাশিত প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, শিশু সাহিত্য দেশ-বিদেশে পাঠক-সমাজে ব্যাপক প্রশংসার পাশাপাশি প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভের গৌরব অর্জন করে।
আমরা এখনও প্রকাশনার সেই মান অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট আছি। আমরা চাই, আমাদের প্রতিটি বই আলাদা সত্তা নিয়ে পাঠকের হাতে তুলে দিতে। যে বইটি পড়ে পাঠক উপকৃত হবে বিকশিত হবে তাঁর মেধা, উন্নত হবে তাঁর মনোজগৎ এবং প্রফুল্ল হবে তাঁর চিত্ত।
আমরা আশা করবো, আপনি আমাদের প্রকাশিত গ্রন্থ-তালিকার ওপর একবার দৃষ্টিপাত করে আপনার চাহিদানুযায়ী পছন্দের বইগুলো বাছাই করতে পারবেন, যা আপনার গ্রন্থাগারকে সমৃদ্ধ করবে নিঃসন্দেহে।
আপনার পেশাগত ব্যস্ততার কারণে যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা আপনার পক্ষে সম্ভব না হয় তবে আপনি ফোন, ই-মেইল বা লিখিত চাহিদাপত্রের মাধ্যমে আপনার পছন্দের বইগুলোর নাম আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা নিজ খরচে তা আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো।
কম দেখান