আকাশ একটি ঐতিহ্যবাহী পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত আকাশ। ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি অনুসন্ধানে গবেষণাধর্মী ও বিষয়ভিত্তিক গ্রন্থ দিয়ে প্রকাশনা শিল্পে যাত্রা শুরু। পাঠকের চাহিদাকে সামনে রেখে নিয়মিত গবেষণা, অনুবাদ, বিজ্ঞান, ভাষা-সাহিত্য, রাজনৈতিক, ভৌতিক, খেলাধুলা, আত্মজীবনী ও স্মৃতিকথা, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, কিশোর ক্ল্যাসিক, কবিতা, গল্প, উপন্যাস, ও সায়েন্স ফিকশন বই প্রকাশ করে চলেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠান থেকে চার শতাধিক বই প্রকাশিত হয়েছে। আকাশ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ও জার্মান ভাষায় অনূদিত বই প্রকাশ করেছে।
বাংলা সাহিত্যকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আকাশ ১৯৯৭ সাল থেকে নিয়মিতভাবে বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা’য় অংশগ্রহণ করে আসছে। এছাড়া পাঠকের সঙ্গে সরাসরি সংযোগ...
আরো দেখুন
আকাশ একটি ঐতিহ্যবাহী পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত আকাশ। ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি অনুসন্ধানে গবেষণাধর্মী ও বিষয়ভিত্তিক গ্রন্থ দিয়ে প্রকাশনা শিল্পে যাত্রা শুরু। পাঠকের চাহিদাকে সামনে রেখে নিয়মিত গবেষণা, অনুবাদ, বিজ্ঞান, ভাষা-সাহিত্য, রাজনৈতিক, ভৌতিক, খেলাধুলা, আত্মজীবনী ও স্মৃতিকথা, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, কিশোর ক্ল্যাসিক, কবিতা, গল্প, উপন্যাস, ও সায়েন্স ফিকশন বই প্রকাশ করে চলেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠান থেকে চার শতাধিক বই প্রকাশিত হয়েছে। আকাশ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ও জার্মান ভাষায় অনূদিত বই প্রকাশ করেছে।
বাংলা সাহিত্যকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আকাশ ১৯৯৭ সাল থেকে নিয়মিতভাবে বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা’য় অংশগ্রহণ করে আসছে। এছাড়া পাঠকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য প্রতি বছর রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আয়োজন করে চলেছে ‘বই উৎসব’।
বর্তমানে প্রতিষ্ঠানটি বহির্বিশ্বে বাংলাভাষীদের কাছে বাংলা বইকে পৌঁছে দিতে বিভিন্ন মেলার মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছে। আকাশ ২০১১ সাল থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, জার্মানিতে ফ্রাঙ্কফুট বইমেলা এবং ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক বইমেলায় অংশ নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তার লাভ করেছে।
কম দেখান