বুকশপারে আপনকে স্বাগতম !!
+88 01813769190
প্রকাশনা হিসেবে নতুন লেখক, নতুন লেখা, নতুন প্রবণতা, নতুন পাঠক এবং নতুন পাঠরুচি নিয়েই আদর্শ। ব্যক্তির অর্জিত জ্ঞান, উপলব্ধি, অভিজ্ঞতাকে বইয়ের মাধ্যমে সমষ্টির মধ্যে ছড়িয়ে দেয়াই আদর্শর প্রধান লক্ষ্য। পান্ডুলিপি নির্বাচনের ক্ষেত্রে আদর্শ কূপমন্ডুকতাজাত গোঁড়ামি তথা সস্তা মত-মতবাদ-মতাদর্শ থেকে আদর্শ মুক্ত। পান্ডুলিপি প্রকাশের ক্ষেত্রে আদর্শ ঘৃণাবাদ তথা বর্ণবাদকে কঠোরভাবে পরিহার করে। আদর্শ তার পান্ডুলিপি পরিকল্পনা এবং প্রকাশনার ক্ষেত্রে মানুষের চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও মানবিক গুণাবলির বিকাশ এবং দক্ষ জনশক্তি তৈরি-সহায়ক পাঠ্যকে অগ্রাধিকার দিয়ে থাকে।