এই দেশের জনসংখ্যা এমনিতেই বেশি। কাজেই ছিন্নমূল জনগণ হারিয়ে গেলে পুলিশ কিংবা প্রশাসন কেউই খেয়াল রাখে না। আর যারা এই দেশে একা, তারা হারিয়ে গেলে আর ফিরে আসে না। এমনই একটা হারিয়ে যাওয়া মানুষের তদন্তভার পেলো হীরক। একসময় সে গোয়েন্দা বিভাগে কাজ করত। এখন বিভিন্ন কেসে পরামর্শক হিসেবে কাজ করে।br...
আরো পড়ুন
এই দেশের জনসংখ্যা এমনিতেই বেশি। কাজেই ছিন্নমূল জনগণ হারিয়ে গেলে পুলিশ কিংবা প্রশাসন কেউই খেয়াল রাখে না। আর যারা এই দেশে একা, তারা হারিয়ে গেলে আর ফিরে আসে না। এমনই একটা হারিয়ে যাওয়া মানুষের তদন্তভার পেলো হীরক। একসময় সে গোয়েন্দা বিভাগে কাজ করত। এখন বিভিন্ন কেসে পরামর্শক হিসেবে কাজ করে।br প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা, নাম তৃণা, এসে জানালো যে ক’দিন হলো তার হবু স্বামী রিয়াদ নিখোঁজ। আর গতকালই এক লোক বৃষ্টির মধ্যে এসে বলেছিল সে-ই রিয়াদ। কিন্তু তার শরীরে মানুষ পচা গন্ধ।br হাসপাতালে হীরক যখন তার বন্ধু রাতুলের সাথে দেখা করতে গেল, ঝড়-বৃষ্টির দিনে, জানতে পারলো নিহত এক ট্রাক ড্রাইভারের লাশ মর্গ থেকে গায়েব!br রাতুলকে সাহায্য করতে গিয়ে হীরক দেখল কোনো এক পৈশাচিক মন্ত্রবলে মৃত ট্রাক ড্রাইভার পরিণত হয়েছে পিশাচে! এরপর অভিযোগকারী মেয়েটাও গায়েব হয়ে গেল! মানুষ হারিয়ে যাচ্ছে। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। রিয়াদ ও তৃণার অন্তর্ধানের তদন্তে নেমে আক্রমণের শিকার হলো হীরক। গাজীপুর থেকে ভালুকার মাঝখানে শালবনে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে। কেউ কেউ বলছে মানুষ পশুপাখি আক্রান্ত হচ্ছে বিচিত্র একধরনের জন্তু দ্বারা।br অথৈ সাগরে পড়লো হীরক আর রাতুল। তদন্তের কোনো মাথামুণ্ডুই খুঁজে পাচ্ছে না ওরা। শুধু বুঝতে পারছে বিপদ ঘনিয়ে আসছে এদেশের মানুষের ওপর। চরম বিপদে পড়তে যাচ্ছে দেশবাসী!
কম দেখান