‘রাকিবুল, জীবনে তুমি অনেক ভুল করেছ, করছ এবং আরো করবে আমি জানি। তবে তোমার শুভানুধ্যায়ী হিসেবে নতুন করে আবার কোন অপরাধ করা থেকে আমি তোমাকে বিরত রাখতে চাই। জানো তো, অপরাধ তার মাত্রা ছাড়ালে প্রকৃতিও তখন প্রতিশোধ নেয়। নেমে আসে নেমেসিস। নিজেকে তুমি যতই চালাক মনে কর রাকিব, এবার কিন্তু...
আরো পড়ুন
‘রাকিবুল, জীবনে তুমি অনেক ভুল করেছ, করছ এবং আরো করবে আমি জানি। তবে তোমার শুভানুধ্যায়ী হিসেবে নতুন করে আবার কোন অপরাধ করা থেকে আমি তোমাকে বিরত রাখতে চাই। জানো তো, অপরাধ তার মাত্রা ছাড়ালে প্রকৃতিও তখন প্রতিশোধ নেয়। নেমে আসে নেমেসিস। নিজেকে তুমি যতই চালাক মনে কর রাকিব, এবার কিন্তু তুমি ফাঁসবে। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কেউ না! ঘটে ঘিলু যদি কিছু থাকে তো তাহলে খুঁজে বের করো আমি কে এবং আমার নেক্স প্ল্যানটা কী!
ইতি- ঈুমহবঃ
এই একটি মাত্র উড়োচিঠি রাতের ঘুম কেড়ে নেয় রাকিবের। কে পাঠাচ্ছে এসব চিঠি! তার স্ত্রী তিথি নয় তো? নাকি তার খুব কাছের কোন বন্ধু, যে কিনা কোননা কোন সময় রাকিবের লালসার শিকার হয়েছে! চিঠি নিয়ে রাকিব ছুটে যায় ডিটেকটিভ অলোকেশ রয়ের কাছে। খুঁজে বের করতে বলেন এই হুমকিদাতাকে। এরই মধ্যে দু’দুবার রাকিবের উপর হামলা হয়, সে মারা না গেলেও রক্তারক্তি কাণ্ড ঘটে যায়।
বলে রাখা ভাল, রাকিবের জীবনে অনেক পাপ, অনেক লোকের সর্বনাশ করেছে সে।
কম দেখান