[মঞ্চ পরিকল্পনা: একটি মফস্বল শহরের পুরাতন মঞ্চ।
অভিনীত নাটকের কিছু আসবাবপত্র পড়ে আছে। একটি ভাঙা মই, সিরাজের সিংহাসন ইত্যাদি থাকবে। তখন রাত তিনটা। মোমদানে ভাঙা মোম জ্বলছে তাই হাতে নিয়ে যামিনীভূষণের প্রবেশ। শূন্যমঞ্চে, জনশূন্য প্রেক্ষাগৃহকে সামনে রেখে যামিনীভূষণ রায় ঘুম ঘুম চোখে তাকিয়ে আছেন। তার মাথায় সিরাজের তাজ, পরিধানে সিরাজের পোশাক,...
আরো পড়ুন
[মঞ্চ পরিকল্পনা: একটি মফস্বল শহরের পুরাতন মঞ্চ।
অভিনীত নাটকের কিছু আসবাবপত্র পড়ে আছে। একটি ভাঙা মই, সিরাজের সিংহাসন ইত্যাদি থাকবে। তখন রাত তিনটা। মোমদানে ভাঙা মোম জ্বলছে তাই হাতে নিয়ে যামিনীভূষণের প্রবেশ। শূন্যমঞ্চে, জনশূন্য প্রেক্ষাগৃহকে সামনে রেখে যামিনীভূষণ রায় ঘুম ঘুম চোখে তাকিয়ে আছেন। তার মাথায় সিরাজের তাজ, পরিধানে সিরাজের পোশাক, গলায় মস্তবড় ফুলের মালা।।
যামিনী
॥ বাহ্ বাহ্ বাহ। শূন্য সব শূন্য। পলাশীর প্রান্তরে একি হাল দেখ দেখ। কেউ কোথাও নাই। এই যে শুনছ। হাহ। না ফাঁকা, রিক্ত প্রেমিকের বুকের মতো ফাঁকা, সাহারা মরুভূমির মতো হাহাকার করছে। নবাব সিরাজদ্দৌল্লার আর কেউ কোথাও নাই।
দিলে না, শেষ চেষ্টাও করতে দিলে না। বাঁচতেও দিলে না আমাকে, কাউকে অভিশাপ দেব না। সুখে থাক ভাইসব... তোমাদের হতভাগ্য নবাবের বুকের রক্তে... (হাসি) আমার ব্যাপার দ্যাখ-আবার সেই সংলাপ গড় গড় করে বলে যাচ্ছি। কে শুনছে আমার কথা। সেই কখন বেগম লুৎফা, মীরজাফর, রাজা রাজবল্লভ, মোহাম্মদী বেগ যে যার ভাঙা ঘরে ফিরে গিয়ে ঠাণ্ডা ভাত আর বাসি মাছের ঝোল খেয়ে সুখনিদ্রায় ক্লান্ত দেহকে বিছিয়ে দিয়েছে, আর আমি-আমি লোকটা কে? আমি আবার
একটা লোক! মানুষ! মনুষ্য-a human being কিসব সুখকর ছন্দোময় শব্দ। আমি মনুষ্যটি এতক্ষণ ধরে ঐ গ্রীনরুমের ভাঙা কাঠের বাক্সে মৎকুণের প্রেমের পরশে মশগুল হয়ে নাসিকা ধ্বনি বিঘোষিত করে নিদ্রিত ছিলাম। ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি যা হোক্ মহামতি রাজা ডানকানের মতো। খাওয়া-
কম দেখান