প্রসঙ্গ কথা
মহামতি নাট্যকার শেক্সপীয়রের মাচ এ্যাডো আবাউট নাথিং (MUCH ADO ABOUT NOTHING) নাটকটি পড়ে আমার ভেতরের মন হাসিতে ফুলে ফুলে উঠেছিল। এর কাহিনী ইতালির অন্যতম লোক গাঁথা। আমি সে কাহিনীকে বাংলার লোক চেতনার মধ্যে সহজ আনন্দে ডুবিয়ে নিয়েছি। খামাখা খামাখাতে সে কাহিনী বাংলার লোকনাট্যের সাজ পরেছে। নাট্য রচনায় আমি কাহিনীর...
আরো পড়ুন
প্রসঙ্গ কথা
মহামতি নাট্যকার শেক্সপীয়রের মাচ এ্যাডো আবাউট নাথিং (MUCH ADO ABOUT NOTHING) নাটকটি পড়ে আমার ভেতরের মন হাসিতে ফুলে ফুলে উঠেছিল। এর কাহিনী ইতালির অন্যতম লোক গাঁথা। আমি সে কাহিনীকে বাংলার লোক চেতনার মধ্যে সহজ আনন্দে ডুবিয়ে নিয়েছি। খামাখা খামাখাতে সে কাহিনী বাংলার লোকনাট্যের সাজ পরেছে। নাট্য রচনায় আমি কাহিনীর জন্য বসে থাকি নে। পুরাণ আর প্রাচীন, ধ্রুপদ আর সনাতনের মেলা গুণ। তাদের নিয়ে সর্বকালে নতুন ভাবনা ও চেতনা জেগে ওঠে। খামাখা খামাখা আমার তেমনি এক ভাবনার মহানন্দের কাজ। থিয়েটারের উদ্যোগ আর পৃষ্ঠপোষকতার জন্য আমার আধ ডজন নাটক মঞ্চস্থ হল। দুই বোন, জমীদার দর্পণ, ক্ষত বিক্ষত, সাতঘাটের কানাকড়ি আর রাক্ষুসী। এখন হচ্ছে খামাখা খামাখা। দেড় যুগ ধরে অবিরাম উৎসাহ নিয়ে থিয়েটার আমাকে চাঙা করে রেখেছে। আমি কৃতজ্ঞ।
আমার অন্যান্য নাটকের মতোই এ নাটক খোলা মঞ্চ বা প্রসেনিয়মে সমান তালে অভিনয় করা যাবে।
এ নাটকে লুকোচুরির কিছু তামাসা আছে। এক দল মঞ্চে আছে, অন্যদল এসে সে দলের পক্ষে বিপক্ষে কথা বলছে, এমন ক্ষেত্রে আলোর ছায়া মায়া খেলা থাকবে। এ নাটকও
আলো দিয়ে জোন ভাগ করে অভিনীত হবে।
খামাখাতে খামাখা কোনো উপদেশ বা পরামর্শ নেই। মনে হবে সব কিছু তামাসা। আসলে, জীবনের অঙ্গনে খামাখা কি সব কিছু হয়! বিশ্বসাহিত্য ভবনের অধিকারী মোহাম্মদ তোফাজ্জল হোসেন আমার আর একটি নাটক ছাপিয়ে দিলেন। হাস্য লাস্য ভাষ্যও ছিল শেক্সপীয়র অনুসরণে। এবারও একই রকম কাজ। ভবনের প্রতি ভালবাসা। যাঁরা খামাখা দেখে আনন্দ পেয়েছেন আর যাঁরা পড়ে আনন্দ পাবেন, অথবা পাবেন না, সবাইকে আন্তরিক ধন্যবাদ। অকুণ্ঠ ভালবাসা আর শুভেচ্ছা থিয়েটারের শিল্পী ও কলাকুশলীদের জন্য, যাঁরা খামাখা খামাখা সফল করার জন্য অবিরাম কাজ করেছেন এবং করছেন।
ঢাকা,
ফেব্রুয়ারি, ১৯৯৯।
মমতাজউদদীন আহমদ
কম দেখান