প্যারিসে নতুন এক খুনির আবর্ভিব হলো ভিনসেন্ট নামক। কে এই ভিনসেন্ট? যে কি না রাতে বের হয়। আর মানুষদের খুন করে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে। পর পর বেশ কয়েকটা খুন হয়ে গেল। খুনিকে ধরতে পারলো না প্যারিস পুলিশ। আর সেই খুনিকে ধরতে নামলো ডেঞ্জার ক্লাবের সদস্যরা। টোবিয়াসকে ছাড়া।
কারন টোবিয়াস ভীষণ...
আরো পড়ুন
প্যারিসে নতুন এক খুনির আবর্ভিব হলো ভিনসেন্ট নামক। কে এই ভিনসেন্ট? যে কি না রাতে বের হয়। আর মানুষদের খুন করে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে। পর পর বেশ কয়েকটা খুন হয়ে গেল। খুনিকে ধরতে পারলো না প্যারিস পুলিশ। আর সেই খুনিকে ধরতে নামলো ডেঞ্জার ক্লাবের সদস্যরা। টোবিয়াসকে ছাড়া।
কারন টোবিয়াস ভীষণ রকম অসুস্থ। স্কুল দীর্ঘ ছুটি হবার পূর্বে বলা হলো ক্লাসের সবাইকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে স্কুল খোলবার সময়। সেটা হলো এমন কোন পুরাতন বাড়ির ওপর একটা অ্যাসাইনমেন্ট যে বাড়িটার ঐতিহ্য আছে। তখন টোবিয়াস ভাবলো তাদেরই তো এমন বাড়ি আছে। সেটা তার গ্রাম মিলটাসে। টোবিয়াসের পূর্ব পুরুষেরা ছিল সে সময়ের জমিদার। আর তাদের ছিল একটা প্রাসাদ যেটা এখনো আছে। যেহেতু জমিদার প্রাসাদ সেহেতু ঐতিহ্য অবশ্যই আছে। সে তার বাবার বন্ধু গ্রাথকে নিয়ে চলল মিলটাসে। আর সেখান থেকে এমন এক ভয়াবহ অসুখ নিয়ে ফিরল যেটা চরমভাবে ভোগালে টোবিয়াসকে। তার এই অসুখ সারাতে সদা তৎপর ছিল গ্রাথ কিন্তু টোবিয়াস যেন আশ্রয় চাইছিল মিস্টার ক্লার্কের কাছে। পিটারের জমকালো জন্মদিনে ঘটে গেল এক ঘটনা যেটা ছেলেদের টেনে নিয়ে গেল মিলটাসে।
আর সেখানে মুখোমুখি হলো ভিনসেন্ট আর মিস্টার ক্লার্ক।
মিস্টার ক্লার্ক শুধু তখনই ধরতে পেরেছিলো ভিনসেন্টের অস্তিত্ব সত্যিই বিদ্যমান। প্রচণ্ড রকম।
কম দেখান