একরাতে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেল বার্লিংটন পুলিশের ডিটেকটিভ অ্যামোস ডেকারের। দেখল, আলাদা তিন কায়দায় খুন করা হয়েছে ওর শ্যালক, স্ত্রী আর একমাত্র সন্তানকে। প্রিয়জনদের ভয়াবহ মৃত্যু সহ্য করতে না পেরে। উভ্রান্ত হয়ে গেল সে। চলে গেল ওর চাকরিটা। দেনার দায় শোধ করতে না পারায় হারাল নিজের একমাত্র ঠিকানা।...
আরো পড়ুন
একরাতে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেল বার্লিংটন পুলিশের ডিটেকটিভ অ্যামোস ডেকারের। দেখল, আলাদা তিন কায়দায় খুন করা হয়েছে ওর শ্যালক, স্ত্রী আর একমাত্র সন্তানকে। প্রিয়জনদের ভয়াবহ মৃত্যু সহ্য করতে না পেরে। উভ্রান্ত হয়ে গেল সে। চলে গেল ওর চাকরিটা। দেনার দায় শোধ করতে না পারায় হারাল নিজের একমাত্র ঠিকানা। সংসারী মানুষ থেকে রাতারাতি পরিণত হলো ভবঘুরেতে। কেটে গেল ওর স্বেচ্ছা নির্বাসনের ষোলোটা মাস। একদিন পুলিশের কাছে ধরা দিল এক লোক। ওই তিন খুনের দায় স্বীকার করল সজ্ঞানে। খবরটা জানতে পারল ডেকার। কৌশলে হাজির হল সে ওই লোকের কাছে। এবং একইদিনে নির্বিচার গুলিবর্ষণ শুরু করল আরেক লোক বার্লিংটন হাইস্কুলের ছাত্রছাত্রীদের উপর।
কম দেখান