মানুষের জীবন কোনো ছকবাঁধা ফ্রেম নয়। জীবনের জটিলতাগুলো নির্দিষ্ট কোনো ছকে সমাধা হয় না। শরীর যেমন যখন-তখন খারাপ হয়ে যেতে পারে, তেমনি জীবনও যখন-তখন উল্টো স্রোতে বইতে শুরু করে। মাটি আর মোহনাও একান্ত নিরিবিলি, প্রগাঢ়, ঐশ্বরিক শান্তির জীবন কাটাতে লাগল।
কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে জীবনের নৌকা একই গতিতে...
আরো পড়ুন
মানুষের জীবন কোনো ছকবাঁধা ফ্রেম নয়। জীবনের জটিলতাগুলো নির্দিষ্ট কোনো ছকে সমাধা হয় না। শরীর যেমন যখন-তখন খারাপ হয়ে যেতে পারে, তেমনি জীবনও যখন-তখন উল্টো স্রোতে বইতে শুরু করে। মাটি আর মোহনাও একান্ত নিরিবিলি, প্রগাঢ়, ঐশ্বরিক শান্তির জীবন কাটাতে লাগল।
কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে জীবনের নৌকা একই গতিতে চলবে। হয়তো কোনো দিন পালিত মেয়ে মাটিকে দেখার জন্য শুভ্র চলে আসবে এখানে। হয়তো কোনো দিন মোহনা প্রৌঢ় বয়সে সঙ্গী খুঁজে পাবে। আবার সেটা না-ও হতে পারে। তাই জীবন চলুক।
কম দেখান