প্রকৃতি: জাতক স্বভাবতই স্বাধীনতাপ্রিয়, উচ্চাকাঙ্ক্ষী, ভাবুক, স্বকর্মে বিশ্বাসী ও অভিমানী হয়ে থাকেন। ইনি স্বাধীনভাবে স্বীয় প্রচেষ্টায় যে-কোন মহৎ কর্ম গড়ে তুলে স্বীয় কর্তৃত্বে পরিচালনা করতে আগ্রহী। সেরূপ কর্তৃত্ব পেলেও অস্থিরতা ও চিত্তচাঞ্চল্যের জন্য স্থায়ীভাবে লেগে থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়বে। অন্যের সৎ পরামর্শ উপেক্ষা করেও ইনি নিজ পছন্দমত কাজকর্ম...
আরো পড়ুন
প্রকৃতি: জাতক স্বভাবতই স্বাধীনতাপ্রিয়, উচ্চাকাঙ্ক্ষী, ভাবুক, স্বকর্মে বিশ্বাসী ও অভিমানী হয়ে থাকেন। ইনি স্বাধীনভাবে স্বীয় প্রচেষ্টায় যে-কোন মহৎ কর্ম গড়ে তুলে স্বীয় কর্তৃত্বে পরিচালনা করতে আগ্রহী। সেরূপ কর্তৃত্ব পেলেও অস্থিরতা ও চিত্তচাঞ্চল্যের জন্য স্থায়ীভাবে লেগে থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়বে। অন্যের সৎ পরামর্শ উপেক্ষা করেও ইনি নিজ পছন্দমত কাজকর্ম সম্পাদনেই আগ্রহী হবেন।
পরমতের বিরুদ্ধাচরণ করাই তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। স্বীয় স্বার্থের প্রতিই তাঁর সমধিক দৃষ্টি থাকবে। তাঁর মতবিরুদ্ধ কোন কাজ তাঁর ক্রোধকে বাড়িয়ে তুলবে। পক্ষান্তরে স্বীয় মতানুকূলে কোন কথা বা কাজ পেলে খুশী হতেও তাঁর খুব বেশী সময় লাগে না।
কম দেখান