শওকত আলীর প্রথম ছোটগল্প সংকলন উন্মুল বাসনা প্রথম প্রকাশিত হয়েছিল '১৯৬৮' সালে। চট্টগ্রামের প্রকাশনা সংস্থা বইঘর থেকে উন্মুল বাসনা প্রকাশিত হয়েছিল। প্রথম গল্পগ্রন্থ হলেও এতে লেখকের কোনো ভূমিকা ছিল না। গ্রন্থটি যে '১৯৬৮' সালে প্রকাশিত হয়েছিল সে সম্পর্কেও কোনো তথ্য প্রিন্টার্স লাইনে নেই। উন্মুল বাসনার প্রচ্ছদ করেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী।...
আরো পড়ুন
শওকত আলীর প্রথম ছোটগল্প সংকলন উন্মুল বাসনা প্রথম প্রকাশিত হয়েছিল '১৯৬৮' সালে। চট্টগ্রামের প্রকাশনা সংস্থা বইঘর থেকে উন্মুল বাসনা প্রকাশিত হয়েছিল। প্রথম গল্পগ্রন্থ হলেও এতে লেখকের কোনো ভূমিকা ছিল না। গ্রন্থটি যে '১৯৬৮' সালে প্রকাশিত হয়েছিল সে সম্পর্কেও কোনো তথ্য প্রিন্টার্স লাইনে নেই। উন্মুল বাসনার প্রচ্ছদ করেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। গ্রন্থটির মূল্য ছিল চার টাকা।
১৯৭৪ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত উত্তরাধিকার পত্রিকায় বশীর আল হেলাল বাংলাদেশের ছোটগল্প বিষয়ে লিখতে গিয়ে উন্মুল বাসনা প্রসঙ্গে লিখেন, শওকত আলীর গল্পগ্রন্থ উন্মুল বাসনা (১৯৬৮) তাতে কিছু বিপরীত ব্যাপার দেখি। তাঁর ভাষা ও উপস্থাপনা খুব সুন্দর, গল্পের উপযোগী। স্বচ্ছন্দ কিন্তু সাহিত্যসম্মত ও বেগবান ভাষায় তিনি প্রধানত নিম্নকোটির মাটি-ঘেঁষা মানুষের জীবন-পাঁচালি শোনান। এইসব মানুষের গ্রাসাচ্ছাদনের সমস্যার শক্ত ভিত্তির উপরেই তাঁর কাহিনি দাঁড় করানো থাকে।
আঞ্চলিক জনজীবনের ঘনিষ্ঠ চিত্রাবলি তিনি উপহার দেন। আমাদের লোক-শিল্প ও লোকাচারে সমৃদ্ধ দেশের মানুষের আঞ্চলিক জীবনকে তিনি বিশ্বজনীন ব্যাপ্তি প্রদান করেন।
অর্থনেতিক শোষণের নিষ্ঠুর পেষণযন্ত্রে ফেলে এইসব মানুষকে কীভাবে ছোবড়ায় পরিণত করা হয় তার বিবরণও তাঁর গল্পে থাকে।
কিন্তু তবু তাঁর গল্পের মুখ্য ভাব যা ওই সবকিছুকে আচ্ছন্ন ও আবৃত করে তা হচ্ছে তাঁর পাত্রপাত্রীর অপূরণীয় যৌনব-বাসনা, উৎক্ষিপ্ত আদিম জৈব ক্ষুধা। যৌনতার অন্ধকার পাঁকে তাঁর গল্পের জীবন-সম্ভাবনার সমাধি ঘটে একথা বলা যায়। মহৎ লেখকের শোকাবহ পরিণতি।
কম দেখান