পুকুরজলে একলা হিজলগাছ
হিজলগাছ দাঁড়িয়ে আছে
পুকুরজলে একা,
হিজল ফুলের ঝুলনা মালার
...
আরো পড়ুন
পুকুরজলে একলা হিজলগাছ
হিজলগাছ দাঁড়িয়ে আছে
পুকুরজলে একা,
হিজল ফুলের ঝুলনা মালার
হঠাৎ পেলাম দেখা।
মন উচাটন ফুলের শোভায়
আকুল সারাক্ষণ,
আহা, যদি থাকতো অনেক
সবুজ হিজল বন!
জলসায়রের কোলে
হিজল ডালা দোলে।
মেঘ-হাওয়া তার খেলার সাথি
সকাল-দুপুর দিবস-রাতি।
নিষ্ঠুরতার কোপ কুড়ালের
গাছ কেটে সব সাফ,
ও বন্ধু ভাই হিজলসোনা
করবে দয়া, মাফ?
কম দেখান