বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
ব্যাগের ভেতর থেকে একটা হলুদ খাম বের করে হাতে দিয়ে চলে যায় ডাকপিওন। খামের ওপরে গোটা গোটা করে কুরচির নাম লেখা! আনন্দে দম বন্ধ হওয়ার জোগাড় ওর! দৌড়ে মায়ের কাছে গিয়ে চিঠিটা দেখিয়ে বলে, মা, দেখো দেখো, আমার চিঠি এসে গেছে! পরের বসন্তেই আমি যেতে পারব ফুল ফোটার উৎসবে!