ইতালির টাইবার নদীর তীরে রোম নগরীকে কেন্দ্র করে রোমান সভ্যতা গড়ে উঠেছিল। ইতালির পশ্চিমাংশে ল্যাটিয়ামে বসবাসকারী ল্যাটিনরা ইন্দো-ইউরোপীয় জনগোষ্ঠীর লোকজন ছিল। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে ল্যাটিনরা যাযাবর জীবন ত্যাগ করে ইতালিতে কৃষি ও পশু পালন শুরু করে। পরবর্তীকালে ইতালির দক্ষিণাংশে গ্রিকরা উপনিবেশ স্থাপন করে। ৮০০ খ্রিস্টপূর্বাব্দে ইতালির টাসকিনিতে এট্টুসকানরা বসতি স্থাপন...
আরো পড়ুন
ইতালির টাইবার নদীর তীরে রোম নগরীকে কেন্দ্র করে রোমান সভ্যতা গড়ে উঠেছিল। ইতালির পশ্চিমাংশে ল্যাটিয়ামে বসবাসকারী ল্যাটিনরা ইন্দো-ইউরোপীয় জনগোষ্ঠীর লোকজন ছিল। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে ল্যাটিনরা যাযাবর জীবন ত্যাগ করে ইতালিতে কৃষি ও পশু পালন শুরু করে। পরবর্তীকালে ইতালির দক্ষিণাংশে গ্রিকরা উপনিবেশ স্থাপন করে। ৮০০ খ্রিস্টপূর্বাব্দে ইতালির টাসকিনিতে এট্টুসকানরা বসতি স্থাপন করে। ৬০০ খ্রিস্টপূর্বাব্দে তারা ল্যাটিনদের পরাজিত করে রাজত্ব কায়েম করে।
সাতজন এট্টুসকান রাজা রোম শাসন করেছিলেন। রোমে খ্রিস্টপূর্ব ৫০৯ খ্রিস্টাব্দে ল্যাটিন জাতি রাজতন্ত্র উচ্ছেদ করে ইতালিতে নিজেদের আধিপত্য বিস্তার করে রোমে প্রজাতন্ত্র কায়েম করে। ল্যাটিনরা ক্রমে গ্রিক ও কার্থেজীয়দের পরাজিত করে ভূমধ্যসাগরে আধিপত্য প্রতিষ্ঠা করে। ক্রমে আফ্রিকা ও এশিয়া মাইনরে রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করে। আইনের শাসন, দক্ষ প্রশাসন ব্যবস্থা, নাগরিকবোধ ও আনুগত্য রোমান সাম্রাজ্য ও সভ্যতা বিকাশের প্রধান কারণ ছিল। গ্রন্থটিতে রোমান সভ্যতার বিস্তারিত বিষয় আলোচনা করা হয়েছে।
কম দেখান