ওনার নাম, মনা ভাই। যদিও মানুষের নাম মনা ভাই হওয়ার কথা না। বড়ো জোর মনা হয়। কিন্তু ওনারটা হয়েছে। এলাকায় তিনি মনা ভাই নামে এতই আলোচিত-সমালোচিত যে, শুধু মনা নামে তাকে খুব কম মানুষই চেনে। তার মামা, খালা, ফুফুরা-সহ নিকট-আত্মীয়স্বজনরা তাকে বাধ্য হয়ে মনা ভাই বলে। মনা ভাই এলাকায় নিজেকে...
আরো পড়ুন
ওনার নাম, মনা ভাই। যদিও মানুষের নাম মনা ভাই হওয়ার কথা না। বড়ো জোর মনা হয়। কিন্তু ওনারটা হয়েছে। এলাকায় তিনি মনা ভাই নামে এতই আলোচিত-সমালোচিত যে, শুধু মনা নামে তাকে খুব কম মানুষই চেনে। তার মামা, খালা, ফুফুরা-সহ নিকট-আত্মীয়স্বজনরা তাকে বাধ্য হয়ে মনা ভাই বলে। মনা ভাই এলাকায় নিজেকে তারকা ভাবেন। তবে তিনি আসলে কীসের তারকা এটা তিনি নিজেও বলতে পারেন না। নানা সময় নানান বিপদে নিজেকে জড়িয়ে ফেলেন। তবে শুধু একা জড়ান না। সঙ্গে জড়িয়ে নেন তার কোমলমতি কয়েকজন শিষ্যকে। যাদের তিনি জোর করে শিষ্য বানিয়ে রেখেছেন।
কম দেখান