বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
ঘোর অমানিশার অন্ধকারে যখন গোটা পৃথিবী নিমজ্জিত, জাহিলিয়াতের বর্বরতায় যখন মানবজাতি জর্জরিত। কোথাও কোনো শান্তি নেই, নেই কোনো মানবতা, ন্যায় অন্যায়ের কেউ ধার ধারে না। মানবতার ক্লান্তিলগ্নে মুক্তির দিশারি হিসেবে আগমন ঘটে নবী মুহাম্মাদুর ররাসূলুল্লাহ (দ)। উক্ত গ্রন্থে ইবনে নাসির উদ্দিন দামেস্কী নবিজির আবির্ভাবের বিশেষ মুজিযাসমূহ চমৎকারভাবে তুলে ধরেছেন।