সাব্বির আজ বেশ রাত করে বাড়ি ফিরলো। তার এক হাতে বাজারের ব্যাগ আরেক হাতে কালো রং এর একটা মাঝারি সাইজের ট্রাভেল স্যুটকেস।লতিকা সাব্বিরের দিকে এগিয়ে যাবার জন্য পা বাড়াচ্ছিলো তখনই খেয়াল করলো সাব্বিরের পেছনে একটা তারই সমবয়সী মেয়ে দাঁড়িয়ে আছে ।
মেয়েটার হাতে একটা গিটারের ব্যাগ সে লতিকার দিকে অবাক হয়ে...
আরো পড়ুন
সাব্বির আজ বেশ রাত করে বাড়ি ফিরলো। তার এক হাতে বাজারের ব্যাগ আরেক হাতে কালো রং এর একটা মাঝারি সাইজের ট্রাভেল স্যুটকেস।লতিকা সাব্বিরের দিকে এগিয়ে যাবার জন্য পা বাড়াচ্ছিলো তখনই খেয়াল করলো সাব্বিরের পেছনে একটা তারই সমবয়সী মেয়ে দাঁড়িয়ে আছে ।
মেয়েটার হাতে একটা গিটারের ব্যাগ সে লতিকার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল লতিকা কিছুই বুঝতে পারছে না এই মেয়ে কে ? সে সাব্বিরকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই সাব্বির তার হাতের জিনিষ গুলো মাটিতে রেখেই এক হ্যাচকা টানে লতিকাকে শোবার ঘরে নিয়ে গেল মুহূর্তের মধ্যে। এতো জোড়ে এবং তড়িৎ গতিতে লতিকাকে টান দিতে যেয়ে দরজার চৌকাঠে সাব্বিরের হাতে বারি খেয়ে ব্যথা পেয়েও সে যেন ব্যস্ত হয়ে পরল লতিকাকে আড়াল করতে।লতিকার এই প্রথম খুব অসহায় লাগল সাব্বিরের এমন রুঢ় আচরণ এর আগে কখনও তো এমনটা সাব্বির ওর সাথে করে নাই।কে এই মেয়ে এমন ভীত চোখেই বা কেন লতিকার দিকে তাকাচ্ছে ?
কম দেখান