প্রয়াত কবি হেলাল হাফিজকে নিয়ে গ্রন্থিত কবি হেলাল হাফিজ: অভিমানে সন্ন্যাসে নামক এই সংকলনটি পাঠকদের জন্য শুধু অসামান্য এক উপহার হিসেবেই নয়, সারা জীবন সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ হিসেবেও সমাদৃত হবে, এমনটা নির্দ্বিধায় বলা যেতে পারে। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে নিয়ে হাসনাত আবদুল হাই, নির্মলেন্দু গুণ, আফসান...
আরো পড়ুন
প্রয়াত কবি হেলাল হাফিজকে নিয়ে গ্রন্থিত কবি হেলাল হাফিজ: অভিমানে সন্ন্যাসে নামক এই সংকলনটি পাঠকদের জন্য শুধু অসামান্য এক উপহার হিসেবেই নয়, সারা জীবন সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ হিসেবেও সমাদৃত হবে, এমনটা নির্দ্বিধায় বলা যেতে পারে। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে নিয়ে হাসনাত আবদুল হাই, নির্মলেন্দু গুণ, আফসান চৌধুরী, অজয় দাশগুপ্ত, হাসান হাফিজ ছাড়াও অনেক লেখক-কবির স্মৃতিচারণমূলক লেখা, প্রবন্ধ ও সাক্ষাৎকারসহ কবির আত্মজৈবনিক কথকতা ও বৈচিত্র্যমণ্ডিত রচনায় সমৃদ্ধ এ গ্রন্থ। হেলাল হাফিজের কাব্যপ্রতিভা, কাব্যকথা এবং ব্যক্তিজীবনের নানা কথা ও বৃত্তান্ত উন্মোচিত হয়েছে এসব লেখায়। বিভিন্ন লেখায় পরিস্ফুট এসব অজানা অধ্যায়ের বিচিত্র সম্ভার পাঠককে উদ্বেলিত ও চমকিত করে তোলে। উনসত্তর সালে গণ-অভ্যুত্থানের সময় রচিত কবি হেলাল হাফিজের 'নিষিদ্ধ সম্পাদকীয়' কবিতার একটি অমর পঙ্ক্তি 'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়' যেমন আজও উচ্চারিত হয়, তেমনি মিছিলে, স্লোগানে, মানুষের মুখে মুখে ঠিক তারই প্রতিচ্ছবি হয়ে এই স্মারকগ্রন্থটিও হয়তো জেগে রবে বাংলাদেশের সাহিত্যাকাশে।
কম দেখান