আঁকাআঁকি
তুমি যখন আঁকবে শেয়াল
এই কথাটা রাখবে খেয়াল
শেয়াল থেকে মুরগিটাকে
একটু দূরে এঁকোÑ
নইলে শেয়াল মুরগিটাকে
করবে হজম দেখো।
আকাশ এঁকে পায়রা এঁকো
কী সুন্দর লাগবে দেখো!
সেই আকাশে শকুন বা চিল
এঁকো না ভুল করেÑ
আঁকো যদি ছোঁ মারবেই
পায়রা যাবে মরে।
রাখাল ছেলের বাঁশি এঁকো
কাস্তে হাতে চাষি এঁকো
ভুল করেও এঁকো না ফের
সড়কি লাঠিয়ালÑ
আঁকো যদি শূন্য...
আরো পড়ুন
আঁকাআঁকি
তুমি যখন আঁকবে শেয়াল
এই কথাটা রাখবে খেয়াল
শেয়াল থেকে মুরগিটাকে
একটু দূরে এঁকোÑ
নইলে শেয়াল মুরগিটাকে
করবে হজম দেখো।
আকাশ এঁকে পায়রা এঁকো
কী সুন্দর লাগবে দেখো!
সেই আকাশে শকুন বা চিল
এঁকো না ভুল করেÑ
আঁকো যদি ছোঁ মারবেই
পায়রা যাবে মরে।
রাখাল ছেলের বাঁশি এঁকো
কাস্তে হাতে চাষি এঁকো
ভুল করেও এঁকো না ফের
সড়কি লাঠিয়ালÑ
আঁকো যদি শূন্য হবে
চাষির ভাতের থাল।
নৌকা বাউল কবি এঁকো
মুক্তিসেনার ছবি এঁকো
লাল-সবুজের পতাকাটা
ধরিয়ে দিও হাতেÑ
দেখবে পুরো দেশটা কথা
বলছে তোমার সাথে।
কম দেখান