যদি গুগল করো 'কাশি আর রোগনির্ণয়', তবে পাবে তোমার যক্ষ্মা হয়েছে। যদি গুগল করো 'জ্বর এবং লালচে', তবে তোমার ইবোলা হবে। যদি গুগল করো 'আমার নাক দিয়ে পানি পড়ছে', গুগল হয়তো বলবে, এই নাকের পানি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, তোমার মস্তিষ্ক গলে বেরোচ্ছে। যদি তুমি 'চুলকানি এবং কী হতে পারে' লিখে...
আরো পড়ুন
যদি গুগল করো 'কাশি আর রোগনির্ণয়', তবে পাবে তোমার যক্ষ্মা হয়েছে। যদি গুগল করো 'জ্বর এবং লালচে', তবে তোমার ইবোলা হবে। যদি গুগল করো 'আমার নাক দিয়ে পানি পড়ছে', গুগল হয়তো বলবে, এই নাকের পানি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, তোমার মস্তিষ্ক গলে বেরোচ্ছে। যদি তুমি 'চুলকানি এবং কী হতে পারে' লিখে গুগল করো, তবে তোমার অ্যানাফিল্যাকটিক শক বা সাইকোসিস হবে। মোটকথা, গুগলে দেখা রোগের উপসর্গ মিলে গেলেই ভেবো না ওই রোগটাই বাসা বেঁধেছে তোমার শরীরে। তোমার রোগের লক্ষণ কেন গুগল করা যাবে না সহ অদ্ভুতুড়ে সব প্রাণরসায়ন এবং বায়োলজির অদ্ভুত বিষয়গুলো নিয়ে এই বই।
কম দেখান