বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
ফ্রান্সের রাজধানী প্যারিসকে বলা হয় শিল্প-সাহিত্য-সংস্কৃতির লীলাভূমি। সাহিত্যের নানাদিক উঠে এসেছে এবং প্যারিস গ্রন্থটিতে। নিছক ভ্রমণকাহিনী নয়; অতীত থেকে বর্তমান অবধি বিভিনড়ব ঘটনাবলীর প্রেক্ষাপটে প্যারিসের মানুষ, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, স্থাপত্য প্রভৃতি বিষয়ের বর্ণনা প্রকাশিত হয়েছে এই গ্রন্থে। গ্রন্থটি ২০০৯ সালের সিটিআনন্দ আলো পুরস্কারে ভূষিত হয়েছে।